কালিগঞ্জ উপজেলায় আসন্ন স্বারদীয় দূর্গাপুজা ২০১৮ যথাযথ মর্যাদা, উৎসব মুখর ও শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপে সভাপতি সম্পাদক, উপজেলা পুজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন, সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, গোবিন্দকাটি পুজা মন্ডপের সাধারণ সম্পাদক দিলিপ সরকার, মৌতলা পরমানন্দকাটী পুজা মন্ডপের সভাপতি স্বপন কুমার শাহা, ভাদ্রখালী পুজা মন্ডপের সভাপতি বিমল কুমার ঘোষ, কালিগঞ্জ বাজার গ্রাম পুজা মন্ডপের সভাপতি অধিবাস অধিকারী, পারুলগাছা পুজা মন্ডপের সভাপতি মৃনাল কুমার ও সাধারণ সম্পাদক অসীম। সভায় অন্যান্যের মধ্যে উপিস্থত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইফুল বারী সফু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, বিআরডিপি কর্মকর্তা তানজিলা খাতুন, কৃষ্ণনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান, নলতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবাদুল হক প্রমুখ। এবছর কালিগঞ্জ উপজেলায় ৫১টি পুজা মন্ডপে শারদীয় পুজা অনুষ্ঠিত হবে। পুজার দিন সার্বিক ভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশের পাশাপাশি আনছার ভিডিপি, গ্রাম পুলিশ চৌকিদার ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবে। সীমান্ত নদী ইসামতি কালিন্দী নদীতে প্রতিমা বির্সজনসহ উৎসব মুখর পরিবেশে পুজা উদযাপনের জন্য আগামী শনিবার ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিবিজি ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন