সিটিজেন জার্নালিস্ট(জিমি): বাল্যবিবাহ দেয়ার সময় হাতে-নাতে ভুয়া কাজী গ্রেফতারের নির্দেশ দিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। গতরাত ১১টার দিকে উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত ভুয়া কাজীর নাম আব্দুল মান্নান(৫০)। তার পিতার নাম আব্দুল মালেক। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকার সরকারি কাজীর রেজিষ্ট্রার নিয়ে বিয়ে, তালাক ইত্যাদি করে আসছেন বলেও স্বীকার করেন। গতকাল বৃহস্পতিবার রাতেও তিনি গাওঘরার একটি অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দিতে গেলে এলাকাবাসী খুলনার জেলা প্রশাসককে খবর দেন।

খুলনা জেলা প্রশাসক ও খুলনার বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে ইউএনও দেবাশীষ চৌধুরী রাতেই সেখানে পুলিশ সহ উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে পাত্র-পাত্রীর অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ভুয়া কাজীকে গ্রেফতারের নির্দেশ দেন।

গতরাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত ভুয়া কাজীর বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছিল বলেও বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর রহমান জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন