সাতক্ষীরায় নিয়তি কাঁদছে ভাগ্যের কারাগারে যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। “যাত্রা” হোক জীবন চেতনার দর্পন, যাত্রা হোক জীবন যাত্রার প্রতিচ্ছবি ও আত্মশুদ্ধির দিশারী” এই শ্লোগান কে সামনে নিয়ে গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন ও জেলা শিল্প কলা একাডেমীর যৌথ পরিচালনা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় দেশীয় সামাজিক যাত্রা পালা নিয়তি কাঁদছে ভাগ্যের কারাগারে অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা শিল্প কলা একাডেমীর সভাপতি এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা এক আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মহসীন আলী, জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মুনসুর আহমেদ, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ (স্বপন), প্রধান শিক্ষক নাছরিন খান লিপি, জেলা আ’লীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, অতি: পিপি এড. আজহারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, স্বেচ্ছাসেবক লীগের নেতা নাজমুল হক, সহ জেলার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যাত্রা পরিচালনা করেন সাংবাদিক মাষ্টার শফিকুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন