যশোরে বন্দুকযুদ্ধে তাইজুল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকালে শহরের পুরাতন কসবা এলাকার আবদুল গফুর একাডেমির পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি শহরের খোলাডাঙ্গা এলাকার হাফিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, নিহত তাইজুল কাজীপাড়ার যুবলীগকর্মী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জনাব (ওসি) অপূর্ব হাসান আপডেট সাতক্ষীরা কে জানান, ভোরে দুইদল সন্ত্রাসীদের মধ্যে মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র দুই দল মাদক ব্যাসায়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা নিজেদের মধ্যে গুলি-গোলা শুরু করে। বন্দুকযুদ্ধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরে ঘটনাস্থল থেকে সন্ত্রাসী তাইজুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
ওসি আরও বলেন, নিজেদের মধ্যে মাদকের টাকা ভাগবাটোয়ারা নিয়ে কোন্দলে এ ঘটনা ঘটতে পারে। নিহত তাইজুলের বিরুদ্ধে হত্যাসহ ৭টি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর গভীর রাতে শহরের কাজীপাড়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে যুবলীগকর্মী সোহাগকে খুন করে দুর্বৃত্তরা।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।
সুত্রঃ One News Bd ডটকম।