সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. রনি আলম নূর। ১৬ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

সূত্র জানায়, মো. রনি আলম নূরের বাড়ি কুষ্টিয়া জেলার সদর উপজেলায়। চিটাগং বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস করেন তিনি। ৩৩তম বিসিএসের একজন কর্মকর্তা হিসেবে প্রথমে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন নূর। তারপর রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একান্ত সচিব এবং যশোর জেলার চৌগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর গত ১৬ ই অক্টোবর ২০১৮ তারিখ সকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত এসিল্যান্ড রনি আলম নুর কে ফুলের শুভেচ্ছা নিয়ে বরং করা হয়।সাতক্ষীরা সদর উপজেলার বিঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব তহমিনা খাতুন তাকে ফুলের শুভেচ্ছা জানান।এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম সহ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃনকিবুল ইসলাম,কৃষি অফিসার জনাব আমজেদ আলী,সমাজ সেবা অফিসার জনাব রোকনুজ্জামান সহ পরিষদের অন্যান্য কর্তাগন উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করে রনি আলম নূর প্রতিবেদক কে বলেন, কাজকর্ম বুঝে নিচ্ছি। সুন্দর ও সমৃদ্ধ সাতক্ষীরা সদর উপজেলা গড়তে সবার সহযোগিতা কামনা করছি। সেই সঙ্গে কাজের শুরুতে সাতক্ষীরা সদর উপজেলাবাসীর সুখী ও শান্তিময় জীবন কামরা করছি। আশা করি সবাই মিলে কাজ করলে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন