শেখ আরিফুল ইসলাম(আশা): নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষে হেলমেট ব্যবহারে সাধারন জনগণকে উদ্যোগী করতে সাতক্ষীরা শহরে পুলিশের মটর সাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে রবিবার সকালে পুলিশ লাইন হতে এ মোহড়াটি অনুষ্ঠিত হয়।

মোহড়াটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে খুলনারোড মোড়ে এসে শেষ হয়। উক্ত মোহড়ায় এ সময় নেতৃত্ব দেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান।
মোহড়ায় আরো অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইলতুৎ মিশ,অতিরিক্ত পুলিশ সুপার (কালিগজ্ঞ সার্কেল)জনাব মোঃজামিরুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা-পাটকেলঘাটা সার্কেল) অপু সারোয়ার, সহকারি, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) শেখ ইয়াছিন আলী,জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক জনাব আজম খান,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ হাশেমী,সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোস্তাফিজুর রহমান,কলারোয়া থানার ওসি শেখ মারুফ আহম্মেদ,তালা থানার ওসি মেহেদী রাসেল,দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী,আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ,কালিগজ্ঞ থানার ওসি হাসান হাফিজুর রহমান সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,জেলা ট্রাফিক ইন্সপেক্টর মোমিন হোসেন,ট্রাফিক সার্জেন্ট মোশারাফ হোসেন সহ সকল পুলিশ সদস্যগন।

মোহড়া শেষে পুলিশ সুপার সাজ্জাদুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, সরকারী নির্দেশনা অনুযায়ী ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসাবে পুলিশের পাশাপাশি সাধারন জনগন যাতে যানবহনের কাগজ, ড্রাইভিং লাইসেন্স ও  হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করতে পারে তার জন্য পুলিশের এই মোহড়া।মোহড়ায় ৩০০ জন পুলিশ সদস্য অংশ গ্রহণ করেছেন।পুলিশ সুপার বলেন,আমরা ৩০০ জন পুলিশ সদস্যদের মটর সাইকেলের ড্রাইভিং,ইন্সুরেন্স,রেজিস্ট্রেশন চেক করেছি।সবার কাগজ পত্র সঠিক আছে।এসময়  পুলিশ  সুপার বলেন আগে আমরা(পুলিশ)হেলমেট পড়ে আইন মেলে চলবো ,তারপরে জনগন কে আইন মানার জন্য উদ্বুদ্ধ করবো।

তিনি আরো বলেন, সাতক্ষীরার জনগন যাতে জীবনের ঝুকি নিয়ে চলাচল না করে তাদের জীবনের নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহারের উদ্দেশ্য নিয়ে ট্রাফিকের গতিশিলতা বৃদ্ধির জন্য এ মহড়াটি অনুষ্ঠিত হয়।তিনি বলেন,পুলিশ হেড কোয়াটার্স থেকে সাতক্ষীরা জেলা পুলিশের জন্য কিছু নতুন মটর সাইকেল দিয়েছেন সরকার,আমরা সেই নতুন মটর সাইকেল গুলো পরীক্ষা মূূূলক  এখন চালিয়ে দেখলাম।

তিনি আরো বলেন,  আগামী সংসদ নির্বাচন সুষ্ঠ ও শান্তি পূর্ণভাবে হওয়ার লক্ষ্যে যাতে কেউ কোন সমাজবিরোধী কাজ না করে সে জন্য তিনি জেলাবাসীর  কাছে অনুরোধ জানিয়েছেন।

News Published by Zime,Citizen Journalist,Satkhira. 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন