কালিগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নাসির উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…….রাজেউন)। বুধবার রাত ১১টায় দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার ঐতিহ্যবাহী ভাড়াশিমলা ইউনিয়নের ভাড়াশিমলা গ্রামের মৃত রমজান আলীর ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৩) বছর। তিনি স্ত্রী, দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহীকে রেখে গেছেন। মুক্তিযোদ্ধা খান আসাদুর রহমান জানান, শেখ নাসিরউদ্দিন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে পাক সেনাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অবস্থান নেন। কয়েক বছর ধরে তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের দায়িত্ব পালন করেন। বৃহষ্পতিবার কারবালা ফুটবল মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তাকে গার্ড অব অনার প্রদর্শণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান। বীর মুক্তিযোদ্ধা এসএম, মোমতাজ হোসেন মন্টু‘র উপস্থাপনায় মরহুমের কফিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা পরিষদ প্রশাসক জননেতা  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মুনসুর আহমেদ। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মশিউর রহমান মশু, ডেপুটি কমান্ডার আবু বক্কার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক খান আসাদুর রহমান ও মরহুমের ছেলে সহকারী শিক্ষক আব্দুস সেলিম প্রমুখ। মরহুমের জানাযায় হাজারো মানুষ অংশগ্রহন করেন। বাদ যোহর মরহুম নাসির উদ্দিনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকাবাসি ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন