কলারোয়া থানার সরশকাটি পুলিশ ক্যাম্পের অভিযানে ২১ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।থানা সূত্র জানায়, কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব মারুফ আহম্মদের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর মোঃ আসাদুজ্জামান , সাব-ইন্সপেক্টর আনোয়ার পারভেজ ও ফোর্সের সহযোগীতায় ইং ২৬/১০/২০১৮ তারিখ রাত্র অনুমান ২০.৪৫ ঘটিকার সময় ১. হারুন অর রশিদ ওরফে গালকাটা হারুন (২৮), পিতা- মোঃ আলমগীর সরদার স্থায়ী : গ্রাম- ওফাপুর, উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, কে কলারোয়া থানাধীন কলারোয়া টু সরসকাটি পাকা সড়কস্থ বামনখালী বাজারের মোঃ আরিজুল ইসলাম (৪৭) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপরঅবস্থান থেকে ২১পিচ ইয়াবা সহ গ্রেফতার করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সরশকাটি পুলিশ ফাড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর জনাব আসাদুজ্জামান আপডেট সাতক্ষীরার প্রতিবেদক কে জানান,আসামীর বিরুদ্ধে কলারোয়া থানার এফ আই আর নং-২৩/৩৩৮, তারিখ- ২৬ অক্টে, ২০১৮; জি আর নং-৩৩৮/১৮, তারিখ- ২৬ অক্টে, ২০১৮; সময়- ২৩.১৫ ঘটিকা। ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন রুজু করা হয়েছে এবং ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন