সারা দেশের ন্যায় শ্যামনগরে সৃজনে উন্নয়নে বাংলাদেশ উৎযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলায় মিলিত হয়। এসময় র্যালীতে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারী মহাসীন কলেজের অধ্যক্ষ তন্ময় কুমার সাহা, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা মোঃ আব্দুল গফ্ফার, থানা অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন (পিপিএম), উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম মোঃ রফিকুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, সরকারী হরিচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কৃষ্ণানন্দ মুখার্জী সহ সকল প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। মেলায় ১২টি স্টল অংশ নেয়। স্টলগুলো হলো উপজেলা নির্বাহী অফিস, সহকারী কমিশনার ভূমি ও প্রকল্প বাস্তবায়ন অফিস, একটি বাড়ী একটি খামার প্রকল্প, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা ডিজিটাল সেন্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা অফিস, উপজেলা কৃষি সম্প্ররসারণ অফিস, উপজেলা সমাজ সেবা অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, নকশীকাঁথা, পলী বিদ্যুৎ অফিস ও এনজিও সমন্বয় পরিষদ। অনুষ্ঠানের ২য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলার সমাপ্তি ঘটে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন