বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, খুলনা এর সদ্য যোগদানকৃত কমিশনার জনাব মোঃ মোস্তবা আলী আজ মঙ্গলবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি ভোমরা স্থলবন্দরের বিভিন্ন অবকাঠামো, বন্দরের অপারেশনাল কার্যক্রম এবং শুল্ক বিভাগের অফিস পরিদর্শন করেন। বন্দর এলাকা পরিদর্শনকালে ভোমরা স্থলবন্দরে সদ্য যোগদানকৃত উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোঃ রেজাউল করিম, ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার জনাব সাগর সেন এবং বন্দর ও কাস্টমস এর কর্মকর্তা-কর্মচারীসহ বন্দরের নিরাপত্তাকর্মীগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে  কমিশনার  বন্দর ও কাস্টমস এর কার্যক্রমে গতিশীলতা আনায়নসহ বন্দর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন। বন্দরে নির্মিত আধুনিক মানের দু’টি ওয়্যারহাউজ/শেড চালুকরণের ব্যবস্থা করার বিষয়েও নির্দেশনা আলোচনা হয়। কমিশনার মহোদয় আমদানি রপ্তানি তথা বাণিজ্য সম্প্রসারণে বন্দর ও কাস্টমস এর কার্যক্রমে সমন্বয়সাধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন