
“জেগেছে যুব গড়বে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে তালায় জাতীয় যুব দিবস-১৮ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন’র আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন অফিসের ব্যবস্থাপনায় দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে একটি বর্ণাঢ্য র্যালী উপশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তালা রিপোর্টার্স ক্লাব সভাপতি মীর জাকির হোসেন’র পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, সাতক্ষীরা’র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ওবায়েদুল হক হাওলাদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা, সঞ্জয় বিশ্বাস ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজু প্রমুখ।
দিবসটি উপলক্ষে রক্তদান কর্মসূচী, প্রশিক্ষন কোর্স উদ্বোধন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, যুব ঋন বিতরন ও প্রীতি ফুটবল ম্যাচ সহ নানান কর্মসূচী পালিত হয়।
