গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহন প্রকল্প, স্থানীয় পর্যায়ে বাস্তবায়নকারী কর্তৃপক্ষের সাথে এসডিজি সম্পৃক্ত নীতি ও কর্মসূচী পর্যালোচনা বিষয়ক কর্মশালা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে অক্সফ্যাম ও সিপিডির অংশীদারিতে রি-কল প্রকল্পের মাধ্যমে টেকসই উন্নয়ন অভিষ্ঠ সম্পর্কিত সরকারি নীতি ও কার্যক্রম প্রণয়ন এবং কমিউনিটি ভিত্তিক সংগঠন সমূহকে শক্তিশালী করার লক্ষ্যে উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন সুশীলনের কার্যনির্বাহী সভাপতি চন্দ্রিকা ব্যানার্জী। সুশীলনের আয়োজনে উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথির উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নূর জাহান পারভীন ঝর্ণা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফারুক হোসেন সাগর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম নাজমুল হক, সমাজ সেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, ৯নং ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, জাতীয় মহিলা সংস্থার সংগঠক আনিছুর রহমান প্রমুখ। কর্মশালা শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অক্সফ্যাম এর সিনিয়র প্রোগ্রাম অফিসার প্রমা রাফিয়া ইকরাম। মাল্টিমিডিয়ার এসডিজি সম্পৃক্ত নীতি ও কর্মসূচী বিষয়ক আলোচনা করেন মোস্তফা আমির সাব্বির। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, ডেপুটি কমান্ডার মোঃ আবুল হোসেন, ১০নং আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু সহ স্থানীয় সাংবাদিক সহ সুধীমহল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুশীলনের প্রজেক্ট অফিসার তাপস কুমার মিত্র।