মাহফিজুল ইসলাম আককাজ :: সাতক্ষীরা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ নভেম্বর) সকালে শহীদ আব্দুর রাজ্জাক পাকস্থ সাতক্ষীরা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ভবনে প্রতিষ্ঠাতা সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন,‘ মহান স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস এবং মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নতুন প্রজণে¥র সামনে তুলে ধরতে সাতক্ষীরা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার তৈরীর উদ্যোগ নিয়েছি। উদ্বোধনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মহান স্বাধীনতা যুদ্ধের ইউতিহাস ঐতিহ্য ও বঙ্গবন্ধুর জীবনী এবং ১৯৭১ সালের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে রাংলাদেশের অর্জন সম্পর্কে সঠিক ইতিহাস নতুন প্রজণ¥ জানতে পারবে। এবং মুক্ত জ্ঞান চর্চার মাধ্যম হিসেবে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার অনেক সহায়ক ভূমিকা রাখবে।’
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল শেখ মাহফুজুর রহমান প্রমুখ। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন