০৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল ৭টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
প্রথমে সরকার প্রধান হিসেবে এবং পরে দলের নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন কালে প্রধান মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের,বানিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ,কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী,  স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম,নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সহ বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির অন্যন্য সদস্যগন উপস্থিত ছিলেন।  

এরপর জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সংগঠন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন