সাতক্ষীরা থেকে প্রকাশিত সকল প্রত্রিকার সম্পাদকদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল বিকাল চারটায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সম্পাদকদের ধন্যবাদ জানিয়ে বলেন সাতক্ষীরা একটি সম্ভাবনাময় ও সমৃদ্ধিশালী জেলা। স্বাধীনতা সংগ্রামের বহু নিদর্শন এখানে বিদ্যমান। এখানের সাংস্কৃতি প্রত্মতত্ত্ব ও লোকজ সংস্কৃতির বেশ সুনাম রয়েছে। শহরের প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী পিএন স্কুল ও ফ্রেন্ডস্ ড্রামেটিক ক্লাব বহু আগে স্থাপিত হলেও তেমন দৃশ্যমান উন্নয়নে ছোয়া লাগিনি। জেলার সকল সড়কের ভগ্নদশা পাশাপাশি পৌর সভার ড্রেন ব্যবস্থা অত্যান্ত নাজুক। পৌর দীঘির ঐতিহ্য তুলনামুলক সন্তোষ জনক নয়। পুরো শহর দিন ভর যানজট থাকে। শুধু তাই নয় সাতক্ষীরার প্রাণ ও সৌন্দর্য খ্যাত প্রাণ সায়ের খাল তার প্রাণ হারিয়েছে। নদী গুলো ভূমি দস্যুরা দখল করে নিয়েছে। তবে কালের বিবর্তনে জেলার তেমন কোন উন্নয়ন হয়নি। জেলা কৃষিখাতে রয়েছে অভূত পূর্ব সাফল্য, এখানে মাছ, শাক সবজি বিভিন্ন রসালো ফল, বিদেশের বাজার দখল করে নিয়েছে। এসময় তিনি সম্পাদকদের বিভিন্ন মতামত গ্রহণ করে বলেন সাতক্ষীরা প্রাণ সায়ের খালের প্রাণ রক্ষা এবং রেল লাইন স্থাপন সহ নানা সৌন্দর্য স্থাপনের মাধ্যমে একটি মডেল জেলা হিসাবে গড়ে তুলার আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত স্থানীয় সরকার বিভাগের ডিডি শাহ আবদুল সাদী, অতি: জেলা ম্যাজিষ্ট্রেট অনিন্দিতা রায়, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও সাতক্ষীরা সম্পাদক পরিষদের আহবায়ক জিএম নূর ইসলাম, দৈনিক কালের চিত্র সম্পাদক প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক পত্রদূত উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদ,দৈনিক দক্ষিনের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, আজকের সাতক্ষীরা সম্পাদক মহসিন হোসেন বাবলু, দৈনিক সাত নদী সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক যুগের বার্তা সম্পাদক আবু নাসের মোঃ আবু সাঈদ, দৈনিক সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, সাপ্তাহিক মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বারী, দৈনিক কাফেলার প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা প্রতিনিধি তানজির আহমেদ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন