জুলফিকার আলী(কলারোয়া থেকে): ৫ম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক প্রধান শিক্ষককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ন্যাক্কারজনক এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভও করেছে শত শত এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে সোমবার (৫নভেম্বর) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পাঁচ ধানঘোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
স্থানীয়রা জানান-অভিযুক্ত ওই স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন ধানঘরা গ্রামের মৃত মোজাম সরদারের ছেলে জাকির হোসেনের কাছে তার বাড়িতে সন্ধ্যার পরে প্রাইভেট পড়তো ৫ম শ্রেণির ওই ছাত্রী। প্রাইভেট পড়ানোর সুযোগে শিক্ষক জাকির গত ৫দিন যাবত ওই ছাত্রীকে যৌন নিপীড়ণ চালিয়ে আসছিলো। কিন্তু লোক লজ্জার ভয়ে ছাত্রী বিষয়টি কাউকে বলতে পারেনি। একপর্যায়ে গত রবিবার (৪নভেম্বর) সন্ধ্যায় অন্য আরেকটি ছাত্রী শিক্ষক জাকিরের কাছে প্রাইভেট পড়তে গেলে ঘটনাটি তার চোখে পড়ে।
এরপর বিষয়টি গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সোমবার সকালে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে স্কুলে গিয়ে লম্পট শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ শেষে শিক্ষককে গণপিটুনি দিয়ে আটকে রাখে।

খবর পেয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপে অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঘটনাস্থল গেলে বিকেলে আটক শিক্ষককে পুলিশে সোপর্দ করা হয়।
তবে হয়রানির স্বীকার মেয়ের ফুফাতো ভাই মোঃ রিপন হোসেন বলেন, শিক্ষককে নির্দোষ প্রমান করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল। তিনি বলেন থানায় অবস্থানরত আমার আম্মুকে বার বার বিভিন্ন জন ডেকে মিমাংশার প্রস্তাব দিচ্ছে।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সাংবাদিকদের কে জানান- ‘বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিকভাবে পুলিশ সুপার ও কলারোয়ার ইউএনও’কে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার সাংবাদিক দের কে জানান, ‘আমি খবর পেয়ে তৎক্ষনাৎ  ঘটনাস্থলে গিয়েছিলাম। নিপীড়িত মেয়েটির ফুফু বাদি হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় তাকে কলারোয়া থানায় নিয়ে আসা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর.এম সেলিম শাহনেওয়াজ জানান- ‘ওই শিক্ষকের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের ব্যবস্থা করা হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মারুফ আহম্মদ জানান- ‘আটক শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’তাকে আগামীকাল সকালে বিঞ্জ আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন