শেখ আরিফুল ইসলাম(আশা): সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারন সম্পাদকসহ চারজনকে অভিনব কায়দায় আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি অস্ত্র, গুলি,হাতবোমা ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের জনৈক লিয়াকাতের বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদেরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর রিয়াদুল ইসলাম জানান,পুলিশের কাছে খবর আসে আসন্ন সংসদ নির্বাচন কে বানচাল করার অপচেষ্টা করার জন্য কলারোয়ার সলিমপুর এলাকায় একটি বাড়ি নাশকতার পরিকল্পনার জন্য শিবিরের সভাপতির নেতৃত্বে ৮-১০ জনের একটি টিম সেখানে মিটিং করছে।খবর পেয়ে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জনাব আলী আহম্মেদ হাশেমীর নির্দেশনা মোতাবেক গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর রিয়াদুল ইসলাম,সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান,সহকারী সাব-ইন্সপেক্টর রাজু, সহকারী সাব-ইন্সপেক্টর মাজেদুল ইসলাম,সহকারী সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান সহ সংঙ্গীয় ফোর্সের সহযোগীতায় একটি মাইক্রোবাসকে ফুল দিয়ে সাজিয়ে বিয়ের গাড়ি বানিয়ে কলারোয়ায় সলিমপুর এলাকায় জনৈক লিয়াকাতের বাড়িতে অভিযান চালায়।ডিবি পুলিশের গাড়িটি বাহিরে দেখে মনে হচ্ছিল কোন বর যাত্রীর গাড়ি এটি।যার ফলে কারো ধারনা হইনি যে এটি ডিবি পুলিশের গাড়ি।পুরো বাড়িটি ঘিরে ফেলে ডিবি পুলিশের চৌকশ টিম টি।পরে সেখানে অভিযান চালিয়ে কলারোয় উপজেলার খলিষাবুনিয়া গ্রামের এনছার আলির ছেলে ও জেলা ছাত্র শিবিরের সভাপতি রুহুল আমিন মামুন (৩০), শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের জামাত আলীর ছেলে ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল আমিন (২৭), শিবির কর্মী কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে বাকী বিল্লাহ (৩২) ও একই গ্রামের জিয়াদ আলীর ছেলে সাগর হোসেন (২৩) কে আটক করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটা গান, এক রাউন্ড গুলি, ছয়টি হাত বোম ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ শাহরিয়ার হাসান আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান,
এটি একটি চ্যালেঞ্জিং অপারেশন ছিলো।কারন,গ্রাম এলাকায় কোন মাইক্রবাস বা প্রাইভেট কার ঢুকলে গ্রামের জামাত-শিবিরের কর্মী বা সমর্থকরা সাথে সাথে তাদের নেতাদের কাছে ইনফরমেশন দিয়ে সতর্ক করে দেয় যে পুলিশের গাড়ি ঢুকেছে,সবাই সাবধান।ফলে পরে আর অভিযান সাকসেস হয়না।সে কারনে একটি মাইক্রোবাস কে ফুলের দোকান থেকে সাজিয়ে বিয়ের গাড়ির বেশে ডিবি পুলিশ সেখানে গিয়ে অভিযান চালিয়ে কলারোয়ার সলিমপুর এলাতকায় লিয়াকাতের বাড়িতে গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ছদ্দোবেশে অভিযান চালানো হয়। বৈঠক চলাকালিন সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। বাকিরা পালিয়ে যায়।ডিবির পরিদর্শক আরো জানান,অভিযানের সময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি পিস্তল ,১ রাউন্ড গুলি ৬ টি হাতবোমা ও জিহাদী বই জব্দ করা হয়েছে।গ্রেপ্তার কৃতদের নামে নাশকতা, অস্ত্র ও বিষ্ফোড়ক আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।