প্রধানমন্ত্রীর ৩ নম্বর বিশেষ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে নারীর Capacity Building এর নিমিত্তে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের সমাপনী, সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান আজ বিকেলে খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের নিজের পায়ে দাঁড়াতে হবে। তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। নারী সমাজকে পেছনে ফেলে দেশের সামগ্রীক উন্নয়ন সম্ভব নয়। নারীদের সম্মান দিতে হবে। তিনি বলেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নারীদের নিয়োগ বৃদ্ধি পেয়েছে। নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের ভিত রচনা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের উদ্যোগগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সকলকে। দেশে দারিদ্র্যতার হার ৪৪ শতাংশ থেকে ২১ শতাংশে নেমে এসেছে। আগামী ১০ বছরে কোন মানুষ গরীব থাকবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা সৈয়দা হোসনেয়ারা রুনু। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। এসময় খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশুসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে প্রায় ৬৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করেন। খুলনা জেলা প্রশাসন অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন