সিটিজেন জার্নালিস্ট(জিমি): সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব এসএম মোস্তফা কামাল নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার সকাল নয়টা হতে পৌনে তিনটা পর্যন্তপ্রান্তীক পর্যায়ের জনমানুষের মুখোমুখি হলেন। জেলার বিভিন্ন প্রান্তের সমস্যাগ্রস্থ  জনসাধারনের সাথে গনশুনানাীতে অংশ নিয়ে প্রশাসনকে এবং সরকারের সেবা কে প্রান্তীক পর্যায়ে পৌছে দিলেন এই প্রথম কোন জেলা প্রশাসক প্রতি বুধবার সরাসরি জনসাধারনের কথা শুনছেন, সমস্যাগ্রস্থ গনমানুষের সমস্যা সমাধানের ক্ষেত্র নিশ্চিত করছেন।

জেলা প্রশাসকের কাছে আসা সমস্যাগ্রস্থ মলিনমুখি মানুষগুলো আশাবাদীহয়ে, উজ্জ্বলমুখিতায় নিজেদের সমস্যা সমাধান অথবা আশ্বাস পেয়ে ফিরে গেছেন। গতকাল গণশুনানীতে আসা কতিপয় সমস্যাগ্রস্থ এবং সমাধান পাওয়া ব্যক্তিদের একজন প্রতিবন্ধী মুনছুর হোসেন, তিনি জেলা প্রশাসককে জানালেন মেডিকেল কলেজ এলাকার যাত্রী ছাউনিতে সে জীবন জীবিকার তাগিদে ক্ষুদ্র ব্যবসা করেন, সম্প্রতি তাকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে তিনি প্রতিকার চাইলেন, দৃষ্টিপাতকে প্রতিবন্ধী মুনছুর জানালেন আমাদের মানবিক জেলা প্রশাসক আমাকে আশ্বাস দিয়েছেন, তিনি বলেছেন সরকার অসহায়, দরিদ্র, দ্বীনহীন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে, হাসি মুখে, আশারবানী নিয়ে ফিরে পেলেন প্রতিবন্ধী মুনছুর, তিনি জানালেন জেলা প্রশাসক মহদয় গনশুনানীতে আসা সকলকে আপ্যায়নও করেছেন শ্যামনগরের বুড়িগোয়ালিনী গ্রামের আঃ মালেক বসতবাড়ীর জন্য সরকারী খাস জমি দাবী করে আবেদন করেছেন। তার দাবী বন্দবস্ত পাওয়া, জেলা প্রশাসক তার বসতবাড়ীর জন্য বন্দবস্তর বিষয়টি তাৎক্ষনিক সুপারিশ সহ বাস্তবায়নের আশ্বাস দিলেন। গতকালের গণশুনানীতে অংশ নিয়েছেন, সরকারের সেবা প্রদানের নতুন এই পদ্ধতি কেবল সরকারের ভাবমূর্তি উজ্বল করছে তাই নয়, জনবান্ধব প্রশাসন ব্যবস্থার বহিঃপ্রকাশ ঘটছে। গণশুনানিতে প্রান্তীক পর্যায়ের ৪৪ জন অংশ গ্রহন করেন তাৎক্ষনিক ৫ জনের সমস্যা সমাধান করা হয়। বাকি ৩৯ জনের সমস্যা মেয়র নির্বাহী অফিসার, এসিল্যান্ড, এবং পুলিশ কর্মকর্তাদের উপরে দায়িত্ব অর্পন করেন এবং দুরুত সমস্যা চিহিৃত করে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবদেন প্রদানের জন্য অনুরোধ করেন। গণশুনানীতে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক শাহ আব্দুল সাদী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অনিন্দিতা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মাহমুদুর রহমান, সহকারী কমিশনার আসফিয়া সিরাত, আমিনুর ইসলাম, আজহার আলী, মোর্শেদা খাতুন, সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন