তফসিল ঘোষনা কে কেন্দ্র করে নাশকতা এড়াতে সাতক্ষীরা থানা পুলিশের বিশেষ মোহড়া অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর থানার পরিদর্শক তদন্ত মোঃ মহিদুল ইসলাম,পরিদর্শক (অপারেশন্স) জনাব সেকেন্দার আলী ও পরিদর্শক (ইন্টেলিজেন্সি) জনাব আবুল কালামের উপস্থিতিতে সাতক্ষীরা সদর থানা থেকে ৪০-৫০ টি মটর সাইকেলের একটি র্্যালি বের হয়।র্্যালিটি থানা থেকে বের হয়ে আবাদের হাটখোলা,মাদবকাটি হয়ে বিনের পোতা পর্যন্ত প্রদর্ক্ষিন করে।সেখান থেকে পুলিশের মটর সাইকেল মোহড়াটি সোজা আলিপুর বাজার,ভোমরা ল্যান্ডপোর্ট প্রদক্ষিন করে খানপুর বাজার ঘুরে পুনরায় সাতক্ষীরা থানায় ফিরে আসেন।পুলিশের মটর সাইকেল মোহড়া/র্্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর নজরুল ইসলাম,সাব-ইন্সপেক্টর নাজমুল হোসেন বাবুল,সাব-ইন্সপেক্টর মোঃ ইউসুফ আলী,সাব-ইন্সপেক্টর রইচ উদ্দিন,সাব-ইন্সপেক্টর বেল্লাল হোসেন,সাব-ইন্সপেক্টর শ্যামা প্রসাদ,সাব-ইন্সপেক্টর মাজরেহা হোসাইন,সাব-ইন্সপেক্টর হাসান রহমান,সাব-ইন্সপেক্টর শহিদুল ইসলাম,সাব-ইন্সপেক্টর শরীফ জামান,সাব-ইন্সপেক্টর জিয়ারত আলী,সাব-ইন্সপেক্টর তরিকুল ইসলাম(সুমন) সাব-ইন্সপেক্টর প্রবীর কুমার,সাব-ইন্সপেক্টর হাজ্জাজ,সহকারী সাব-ইন্সপেক্টর শরীফুল ইসলাম,সহকারী সাব-ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস,সহকারী সাব-ইন্সপেক্টর শেখ সুমন হাসান,সহকারী-সাব-ইন্সপেক্টর শাহিনুর রহমান,সহকারী সাব-ইন্সপেক্টর এমায়দুল,সহকারী সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম সহ সাতক্ষীরা থানার অন্যান্য পুলিশ সদস্যগণ।

মটর সাইকেল মোহড়া শেষে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ জনাব মোস্তাফিজুর রহমান তার থানাধীন সকল পুলিশ সদস্যকে তফসিল ঘোষনা কে কেন্দ্র  করে বিশেষ নির্দেশনা প্রদান করেন এবং নাশকতা এড়াতে সবাই কে আরো বেশি তৎপর থেকে মানুষের জান-মাল রক্ষার্থে  আন্তরিক ভাবে পেশাগত দায়িত্ব পালন করতে বলেন।     





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন