উজ্জল রায়ঃ নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি টিভিএস মেট্রো প্লাস মোটর সাইকেল উদ্ধার হয়েছে। বুধবার (৭ নভেম্বর) গভীর রাতে নড়াইলের পার্শ্ববতী জেলা মাগুরার কুচেমোড়া এলাকা থেকে এ চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে ডিবি পুলিশের সদস্যরা।

জেলা পুলিশের বিশেষ সূত্র জানায়, কুচেমোড়া এলাকায় নড়াইল থেকে চুরি করা একটি মোটরসাইকেল বিক্রয়ের চেষ্টা চলছে মর্মে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম এর নিকট একটি গোপন সংবাদ আসে।
ওই সংবাদের পরিপ্রেক্ষিতে তিনি নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই জামারত হোসেনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। নির্দেশনা পেয়ে সাব-ইন্সপেক্টর জামারত সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে মোটরসাইকেল চোরেরা মোটরসাইকেলটি সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। ডিবি পুলিশ কাউকে গ্রেফতার করতে সক্ষম না হলেও চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সাব-ইন্সপেক্টর জামারত হোসেন চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সাংবাদিকদের জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন