সিটিজেন জার্নালিস্ট(জিমি): খুলনা জেলা পুলিশ সুপার জনাব এস এম শফিউল্লাহ এঁর সভাপতিত্বে-০৬ নভেম্বর ২০১৮ খ্রি: তারিখ শিরোমনিস্থ নতুন পুলিশ লাইন্সে জেলা পুলিশের নভেম্বর/১৮ খ্রি: মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ জেলার সকল স্তরের পুলিশ সদস্য’দের সাথে পুলিশের সার্বিক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।সভায় বিগত মাসের আইন-শৃংঙ্খলা পরিস্থিতি মুল্যায়ন করে ভালো কাজে অবদান রাখায় তথা রেকর্ড ব্রেক মাদক উদ্ধার,রেকর্ড ব্রেক অস্ত্র উদ্ধা, রেকর্ড ব্রেক নাশনকা মামলার অসামি গ্রেপ্তার করায় খুলনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ তোফায়েল আহম্মেদ কে মাসের শ্রেষ্ঠ চৌকশ ওসি হিসাবে সন্মাননা পুরুস্কার পুলিশ সুপার জনাব এস এম শফিউল্লাহ।এছাড়াও বিগত মাসে আইন-শৃংঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় থানা পর্যায়ে শ্রেষ্ঠ চৌকশ ওসি,শ্রেষ্ঠ চৌকস সাব-ইন্সপেক্টর ও শ্রেষ্ঠ সহকারী সাব-ইন্সপেক্টর ক্যাটাগরীতে সন্মাননা পুরুস্কার তুলে দেন পুলিশ সুপার।

মাসিক কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবুল কালাম আজাদ(দক্ষিণ সার্কেল),অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আনিচুর রহমান(ডিএসবি),অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ বদিউজ্জামান (ক-সার্কেল),অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সজিব খান(বি-সার্কেল),অতিরিক্ত পুলিশ সুপার জনাব বদরুদ্দোজা(সি-সার্কেল), সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ ইব্রাহিম(ডি-সার্কেল),সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব এ.এন.এম ওয়াসিম ফিরোজ(হেড কোয়াটার্স) সহ খুলনা জেলার সকল থানার ওসি ও সাব-ইন্সপেক্টরগণ সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে খুলনা জেলা হতে চলতি মাসে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের ক্রেস্ট ও বিদায়ী সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ও তফসিল ঘোষনা কে কেন্দ্র করে খুলনা জেলায় যেনো কোন ব্যক্তি বা গোষ্ঠি নাশকতা মুলক কার্যক্রম চালাতে না পেরে সেজন্য সকল পুলিশ সদস্য আরো তৎপর ও আন্তরিক হয়ে পেশাগত দায়িত্ব পালন করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ মহোদয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন