২০ নভেম্বর কালিগঞ্জ হানাদার মুক্ত দিবস উদ্যাপনে আনন্দ র‌্যালি, স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ, স্মৃতিচরণ মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড ইউনিটের আয়োজনে উৎসব মুখর পরিবেশে ব্যান্ড বাদ্য বাঁজিয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালিটি উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় ডাকবাংলা মোড় থেকে র‌্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সোহরাওয়ার্দী পার্ক শহীদ মিনারের পাদদেশে “৪৮তম কালিগঞ্জ মুক্ত” দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম ফারুকের সঞ্চালনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার আবু বক্কার সিদ্দিক, সাতক্ষীরা সদর থানা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান, আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, ডেপুটি কমান্ডার আবুল হোসেন, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডর আব্দুল হাকিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান ইউনিট কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু, সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন মন্টু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ইউনিট তালা উপজেলা শাখার আহবায়ক জাহিদুর রহমান লিটু, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ইউনিটের সাধারণ সম্পাদক সাইফুজ্জামান প্রিন্স প্রমুখ।
সূত্র:দৃষ্টিপাত সাতক্ষীরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন