প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২৪-২৯ নভেম্বর ২০১৮ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকাল ৪.১৫ মি: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের জেলা ও সদর উপজেলার যৌথ আয়োজনে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক জনাব রওশন আরা জামানের সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার এডি সিসি ডা. জি.এম মুজিবর রহমান। মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মুল প্রতিপাদ্য উপস্থাপন করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.নকিবুল হাসান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের গাইনী বিশেষজ্ঞ ও মেডিকেল অফিসার ডা. লিপিকা বিশ্বাস,মেডিকেল অফিসার এমও এমসি এইচ ডা: আমিনুর রহমান, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, এমও (এমসিএইচ-এফপি) দেবহাটার কর্মকর্তা ডা. রনজিৎ কুমার রায়, কর্মকর্তা এমও (এমসিএইচ-এফপি) কলারোয়ার কর্মকর্তা ডা. কানিজ ফতেমা, কালিগঞ্জ প.প কর্মকর্তা মো. আব্দুস সেলিম, এমও (এমসিএইচ-এফপি) কালিগঞ্জ ডা. প্রবীর কুমার মুখার্জী, এমও (এমসিএইচ-এফপি) তালা কর্মকর্তা ডা. মো. আবুল বাসার ও সুর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মফিকুল ইসলাম প্রমুখ।
এসময় জেলার সকল উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সাতক্ষীরায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২৪-২৯ নভেম্বর ২০১৮ উপলক্ষে ব্যাপক কর্মসুচি গ্রহণ করা হয়েছে। সেবা সপ্তাহে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সহ সকল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পপনা বিষয় সেবা প্রদান করা হবে বলে জানানো হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আশাশুনি উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মো. জাহাঙ্গীর আলম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন