সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর  কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মফিদুল ইসলামের সাথে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৪ ই নভেম্বর) দুপুরে ভোমরা স্থল বন্দরের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।ভোমরা ল্যান্ড পোর্টের ডেপুটি ডাইরেক্টর(প্রশাসন) ও উপ-পরিচালক (ট্রাফিক) জনাব মো: রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে মত বিনিময় করেনন নৌপরিবহণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও স্থল বন্দরের চেয়ারম্যান মফিদুল ইসলাম।

ভোমরা স্থলবন্দরের উন্নয়ন ও সার্বিক বিষয়ের উপর আলোচনা করেন ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিশনের সভাপতি কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সিএন্ডএফ এজেন্ট এসোসিশনের সহ সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক দিপংকর ঘোষ, দপ্তার বিষয়ক সম্পাদক জিএম আমির হামজা, অর্থ সম্পাদক এএসএম মাকসুদ আলম, নির্বাহী সদস্য আশরাফুজ্জামান আশু ও বিলকিস সুলতানা সাথী প্রমুখ।এসময় ভোমরা স্থল বন্দরের পরিদর্শক (ট্রাফিক) জনাব সফিকুল ইসলাম খাদেম,ওবায়দুর রহমান,হিসাব রক্ষক জনাব আমিনুল ইসলাম সহ সকল কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে সিএন্ডএফ এ্যাসোসিশনের কর্মকর্তারা নব নির্বাচিত সভাপতি আরাফাত হোসেন নেতৃত্বে সকল কর্মকর্তারা অতিরিক্ত সচিবের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন