আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের আগে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলেই অহেতুক তাকে বদলি না করতে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা।

নির্বাচনের দায়িত্ব পালনকালে বিএনপি সহ বিভিন্ন মহল তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে বলেও আশঙ্কা তাদের। এছাড়া দেশব্যাপী চলমান পুলিশের অভিযান অব্যাহত না থাকলে মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কাও করেন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের কর্তাব্যক্তিরা। তবে ইসি যে দায়িত্ব দেবে তা অনুসরণ করবে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির বিশেষ বৈঠকে এসব কথা বলেন তারা। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ছাড়াও সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী , জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া,খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহম্মদ,চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক,ঢাকা রেঞ্জ ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন,রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, রাজশাহী রেঞ্জ ডিআইজি এম খুরশীদ হোসেন,গাজিপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান,খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো:হুমায়ুন কবির,রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলিম মাহমুদ,ময়মনসিংহ রেঞ্জের  ডিআইজি নিবাস চন্দ্র মাঝি সহ দেশের  ৬৪ টি জেলার পুলিশ সুপার গণ  ও পুলিশ হেড কোয়াটার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত ইসির একাধিক কর্মকর্তা ও পুলিশের কয়েকজন কর্মকর্তা জাগো নিউজকে এসব তথ্য জানান।

সূত্র:জাগো নিউজ ২৪ ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন