বাগেরহাটের ৪টি আসনে পিতা-পুত্রসহ আওয়ামী লীগের মনোনীত ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার বিকেলে জেলা রির্টার্নিং অফিসার ও জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের নিকট এ মনোনয়ন পত্র জমাদেন।

মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে বঙ্গবন্ধুর ভ্যাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে বঙ্গবন্ধুর ভ্যাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ তন্ময়, বাগেরহাট-৩ মোংলা-রামপাল) আসনে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন তার মনোনয়ন পত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দানের সময়, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, কেন্দ্রীয় আ.লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চুসহ আ.লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা রির্টার্নিং অফিসার ও জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, এ পর্যন্ত আমার কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৮ নভেম্বর) শেষ দিন রয়েছে এ দিনে আরও প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারেন।

সূত্র:খুলনার কন্ঠ ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন