সিটিজেন জার্নালিস্ট,সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পুলিশিং ফোরামের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আড়পাংগাশিয়া পিএন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার বেলা ৪ টায় উপজেলা পুলিশিং ফোরামের সহ-সভাপতি ও জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য শিল্পী রানী মৃধার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জনাব মো:সাজ্জাদুর রহমান।

পুলিশ সুপার বলেন,সাতক্ষীরার মাটিতে কোন মাদক-সন্ত্রাস ও জঙ্গীবাদের ঠাই হবেনা ‘সাতক্ষীরা জেলা সব দিক থেকে ইতিহাস তথা বিশ্বের দরবারে পরিচিত লাভ করলেও কিছু মানুষ তাদের কুকর্ম দ্বারা বদনাম রটিয়েছে, যারা এসমস্ত করেছে তাদের আমরা লাল কার্ড দেখিয়েছি। তিনি বলেন, আমরা শুধু আপনাদের সাথে নয়-পাশে আছি। কেউ যদি নির্বাচনকে সামনে রেখে কোনো প্রকার অরাজকতা করার চেষ্টা করে তাহলে আমি আমার ভিজিটিং কার্ড দিয়ে যাচ্ছি, সরাসরি আমাকে জানাবেন।আমি অবশ্যই ব্যবস্থা নেব।
তিনি আরো বলেন,২০১৩-১৪ সালের পুলিশ আর আজকের পুলিশ এক নয়।আজকের পুলিশ অনেক ডিজিটালাইজ্ড। এখন পুলিশের ফোর্সের সংখ্যা বেশি, পুলিশের অস্ত্রের সংখ্যা ও অনেক বেশি এবং অত্যাধুনিক।আজকের পুলিশ যেকোন সময় যেকোন পরিস্থিতি সামাল দিতে সক্ষম।সুতরাং সাতক্ষীরায় অপরাধ করে কোন অপরাধী পার পাবেনা।আমাদের প্রযুক্তি ব্যবহার করে অপরাধীকে যখন তখন আটক করে ফেলতে পারবো।

পুলিশ সুপার বলেন, কেউ(কোন কথিত সোর্স)যদি পুলিশ প্রশাসনকে ব্যবহার করে যদি সাধারণ মানুষকে হয়রানি করে আমাকে জানাবেন। এটা পুলিশের জন্য কঠোর সতর্কবার্তা।

আজ থেকে পুলিশের দ্বারা এই জনপদে আর কেউ হয়রানি হবেনা।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগজ্ঞ সার্কেলের এডিশনাল এসপি মো:জামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার,শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ প্রমুখ।এসময় আরো উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আনিসুর রহমান মোল্লা সহ দর্শক গ্যালারীতে শতশত গ্রামের মানুষ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন