সিটিজেন জার্নাালিস্ট,সাতক্ষীরা খেকে: খুলনার সিনিয়র স্টাফ নার্সদের ওরিয়েন্টশন কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান আজ দুপুরে বয়রাস্থ পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
সনদপত্র বিতরণ কালে প্রধান অতিথি বলেন, নার্সিং একটি মহৎ পেশা। একজন রোগীকে সুস্থ করার ক্ষেত্রে নার্সের ভূমিকা অনেক সময় চিকিৎসকের চেয়ে বেশি। যারা নার্সিং পেশায় আছেন তারা যদি ইতিবাচক মনোভাব নিয়ে রোগীর সুবিধা অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেইভাবে কাউন্সেলিং করেন তাহলে একজন রুগী খুব অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারে। জেলা প্রশাসক সুস্থ জাতি গঠনে নার্সদেরকে আরো দক্ষভাবে তাদের দায়িত্ব পালনের আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইসরাত জাহান। প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ রেজাউল কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বলেন, বাংলাদেশ এখন একটা ভিশন ও মিশন নিয়ে এগুচ্ছে। ভিশনটি হচ্ছে ২০৪১ সালের মধ্যে এদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা। এই ভিশন অর্জনের জন্য প্রজাতন্ত্রে কর্মরত প্রত্যেক কর্মচারীর কার কী দায়িত্ব তা প্রথমে জানতে হবে। প্রত্যেক কর্মচারীকে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি রাষ্ট্রীয় আইনকানুন, শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন ও চাকরির বিধি বিধান সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে। নার্সরা প্রশিক্ষিত হলে তারা সাধারণ জনগণকে স্বাস্থ্যশিক্ষা দিতে হবে। নার্সদের এই প্রশিক্ষণ তাদের স্ব স্ব দায়িত্ব আরো সুষ্ঠুভাবে পালন করতে সহায়তা করবে।
পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণে ২৫ জন সিনিয়র স্টাফ নার্স অংশগ্রহণ করেন।