আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের ন্যায় সাতক্ষীরা চারটি সংশদীয় আসনে মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন পত্র বাছাই করা হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় বাছায় কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সময়ের পূর্বে সকল প্রার্থীর পক্ষে প্রস্তাবকারী ও সমর্থনকারী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়। প্রার্থীদের উপস্থিতিতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামাল মনোনয়ন পত্র বাছাই কার্যক্রম আরম্ভ করে। তিনি প্রার্থীদের জমাকৃত তথ্য উপাত্ত পুঙ্খানু পুঙ্খানু ভাবে বিশ্লেষন করেন।

এবার সাতক্ষীরায় চারটি আসনে ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্রদাখিল করেছিলেন। এর মধ্যে ৭ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তারা হলেন সাতক্ষীরা এক আসনে আ’লীগ নেতা শেখ নূরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য বিএম নজরুল ইসলাম, বিশ্বজিৎ সাধু, সরদার মুজিব ও হায়দার আলী, সাতক্ষীরা সদর দুই আসনে এক জন হলেন মোঃ আফসার আলী, সাতক্ষীরা চার আসনে একজন হলেন মোঃ খলিলুর রহমান। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামী ৯ ডিসেম্বরের মধ্যে কোন প্রার্থী ইচ্ছা করলে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবে। ১০ই ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেওয়া হবে। একাদশ সংসদ নির্বাচনে জেলায় ১৫ লক্ষ ৬০ হাজার ৪২৫ জন ভোটার তাদের ভোটারঅধিকার প্রয়োগ করবে।
সূত্র: দৃষ্টিপাত নেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন