আগামীর তিলোত্তমা নগরী হবে খুলনা। নগরীর যানচলাচালে বসবে আধুনিক সিগন্যাল লাইট। আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা আনতে চায় সরকার। নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের কোন ঘাটতি হবেনা।

আজ (মঙ্গলবার) সকালে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসকল কথা বলেন।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর খুলনা বিভাগীয় উপপরিচালক ও খুলনা প্রেসক্লাব যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সড়ক দুর্ঘটনা কারও কাম্য নয়। তবুও বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রে অনীহার কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। দেশে বৈধ যানের চেয়ে অবৈধ যানের সংখ্যা বেশি। অবৈধ যানের প্রশিক্ষণবিহীন চালকরা সড়ক দুর্ঘটনার জন্য বেশি দায়ী বলে দেখা যায়। কেবল চালক নয়, সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা, সচেতন উদ্যোগ ও তার প্রকৃত বাস্তবায়নের মাধ্যমেই তিলোত্তমা খুলনা গড়ে তোলা সম্ভব।

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় নিদের্শনা বাস্তবায়িত হলে দেশে সড়ক দুর্ঘটনার হার কমবে। যানবাহনের গতি নির্ধারিত সীমার মধ্যে রাখা, দূরপাল্লার যানে দু’জন চালক রাখা, যানবাহন একনাগাড়ে পাঁচ ঘন্টার বেশি একই চালক দিয়ে না চালানো, সিটবেল্ট ব্যবহার ও চালকদের জন্য পর্যাপ্ত বিশ্রামের সুযোগ সৃষ্টি করা এখন সময়ের দাবী। দুর্ঘটনা প্রতিরোধে সড়ক ব্যবস্থাপনায় আধুনিকায়ন অপরিহার্য। উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পেয়েছে। কেবল বড়দের নয়, শিশুদেরও বিদ্যালয় হতে রাস্তা চলাচল বিষয়ে সচেতন করতে হবে। তারাই হবে আগামীর সচেতন নাগরিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার ট্রফিক পুলিশের ডেপুটি কমিশনার মোঃ সাইফুল হক এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী। সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবে সভাপতি ফারুক আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা বিআরটিএ এর উপপরিচালক মোঃ জিয়াউর রহমান। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মোটরযান মালিক সমিতির সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস, খুলনা বিভাগীয় শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুর রহিম দুদু এবং নিরাপদ সড়ক চাই, খুলনার সাধারণ সম্পাদক এসএম ইকবালসহ অনেকে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন