সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই দেশ এবং জাতি মুক্তিযোদ্ধাদের কখনও ভুলবে না। আমি চাইলে বা চেষ্টা করলে হয়ত অনেক কিছু পেতে পারি বা পারব কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা হতে পারব না, মুক্তিযোদ্ধাদের অবদান জাতি কখনও ভুলবে না। তিনি বলেন সকল কাজে মুক্তিযোদ্ধাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। জেলা প্রশাসকের কার্যালয় সহ অধিক্ষেত্রধীন সকল অফিসে মুক্তিযোদ্ধাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং কোন মুক্তিযোদ্ধা যেন কোন ধরনের হয়রানি হলে সে জন্য সংশ্লিষ্ট অফিসারকে কঠোর পরিনতির মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন জেলা প্রশাসনের অফিস সর্বদা মুক্তিযোদ্ধাদের জন্য উন্মুক্ত থাকবে। মুক্তিযোদ্ধারা আমাদের আত্মার পরম আত্মীয় তিনি গতকাল দেবহাটা মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা প্রশাসকের বক্তব্য এবং মুক্তিযোদ্ধাদের প্রতি মমত্ববোধ উপস্থিত মুক্তিযোদ্ধারা খুশি হন। বিশেষ অতিথির বক্তৃতায় জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র নির্মানে, অভ্যুদয় বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ, বীরত্ব অনন্য অসাধারণ, মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে বলেই আজ আমি পুলিশ সুপার, তিনি আরও বলেন মুক্তিযোদ্ধাদের প্রয়োজন প্রতিমুহুর্তে বহমান, গত বছর পুলিশে নিয়োগে মুক্তিযোদ্ধা সন্তানদের অগ্রাধিকার দেওয়া হয়েছে আগামী দিনে ও তা অব্যাহত থাকবে। দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আঃ গনির সভাপতিত্বে দেবহাটা মুক্ত দিবসে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোশাররফ হোসেন মশু, নির্বাহি অফিসার হাফিজ আল আসাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী। দেবহাটা থানা ওসি সৈয়দ মান্নান আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের স্বাধীনতা দিবসের বাস্তবধর্মী পক্তিমালা উচ্চারন আর আলোক আভার বিচ্ছুরনের দ্রুতি ছড়ানো সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি চেয়ারম্যান মুজিবর রহমান, সম্পাদক মনিরুজ্জামান মনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মাবুদ গাজী, ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, আফরোজা পারভীন, সমাজসেবা অধির কুমার গাইন প্রমুখ। সমাবেশের পূর্বে উৎসব মুখর পরিবেশে দেবহাটা মুক্ত দিবসের বিশাল র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন