সিটিজেন জার্নালিষ্ট :আজ থেকে সাতক্ষীরা-২ আসনে শুরু হচ্ছে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন(ইভিএম) প্রদর্শনী। আজ সকাল ১০টা থেকে শুরু হবে এ প্রদর্শনী। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

আজ সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের কদমতলা বাজার, বৈকারী ইউনিয়ন পরিষদে, আলিপুর ইউনিয়নের বাদামতলা বাজার ও ধুলিহর ইউনিয়ন পরিষদে, ১০ডিসেম্বর বল্লী ইউনিয়নের বল্লী মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়, কুশখালি ইউনিয়ন পরিষদে, ঘোনা ইউনিয়নের ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ে এবং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডি. বি. ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে, ১১ডিসেম্বর ঝাঁউডাঙ্গা ইউনিয়ন পরিষদে, বাঁশদাহ ইউনিয়নের বাঁশহাদ বাজারে, ভোমরা ইউনিয়ন পরিষদে ও ফিংড়ি ইউনিয়ন পরিষদে, ১২ডিসেম্বর আগরদাড়ি ইউনিয়নের আবাদের হাট, শিবপুর ইউনিয়নের পরানদাহ ও সাতক্ষীরা পৌর এলাকায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক এবং সাতক্ষীরা সরকারি কলেজে ইভিএম প্রদর্শনী করা হবে।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে আসন্ন জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের ইভিএম মেশিনে কিভাবে ভোট দিতে হয় তাহা শেখানো হচ্ছে  কদমতলা বাজারে। জনগনকে ইভিএম মেশিনে কিভাবে ভোট দিতে হয় তাহা শেখানো হচ্ছে। উক্ত ভোট  প্রদর্শনী অনুষ্ঠানটি  সরেজমিনে পরিদর্শনে যান সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ  মো:মোস্তাফিজুর রহমান।এসময় ওসি মোস্তাফিজ ইভিএম মেশিনে ভোট প্রদান করার নিয়ম শেখেন এবং সেখানে উপস্থিত জনতা কে ইভিএম ভোটিং পদ্ধতি সম্পর্কে ধারনা দেন।তিনি উপস্থিত জনতা কে উদ্যেশ্য করে বলেন আপনারা ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখ নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন।আমরা (আইন-শংখলা রক্ষাকারী বাহিনী আপনাদের(ভোটার দের)কে নিচ্ছিদ্র নিরাপর্ত্তার চাঁদরে ঢেকে রাখবো।কোন অপশক্তি ভোটাদের কে স্পর্শ করতে পারবেনা। 

সূত্র:দৈনিক সাতক্ষীরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন