শেখ আরিফুল ইসলাম(আশা): সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে গরীব, অসহায়, দুঃস্থ ও শীর্তাত প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে জেলা পুলিশ লাইন্সের মাঠে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীর্তাত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।এসময় পুলিশ সুপার বলেন শীর্তাত মানুষের পাসে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।বিশেষ করে ধনীদের উচিৎ তীব্র শীত আসার আগেই দু:স্থ্য – অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা।তাহলে অসহায় মানুষগুলো তীব্র শীতের কষ্ট থেকে রক্ষা পাবে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সদর সার্কেলের এডিশনাল এসপি মেরিনা আক্তার, কালিগঞ্জ সার্কেলের এডিশনাল এসপি মো: জামিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার(হেড কোয়াটার্স) হুমায়ন কবীর,সিনিয়র সহকারী পুলিশ সুপার ( তালা সার্কেল ) মোঃ অপু সরোয়ার,দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো:ইয়াছীন আলী,সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান সহ পুলিশ লাইন্সের অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে ৫০০ জন অসহায় দুঃস্থ শীর্তাত প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। পরে দেশবাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।