সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৮ পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে সোমবার দুপুরে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।তিনি এসময় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে নিজেদের জীবন হাতের মুঠোয় নিয়ে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিল। সেই মহান নেতাকে যারা অস্বীকার করে তারা নিজেদের অস্বীকার করে। বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছার নাম ততদিন থাকবে। এ ভূবনে দেশে যখন ফুটবল খেলা হারিয়ে যেতে বসেছিল ঠিক তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন। সেই খেলা আজ সারা দেশে ছড়িয়ে পড়েছে। সকল উপজেলার বাছাই কৃত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এ খেলা অবশ্যই আকর্ষন হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার  ক্রিয়াঅনুরাগী পুলিশ সুপার জনাব মো: সাজ্জাদুর রহমান, , অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, আলী হাসান সহ জেলা প্রশাসনের ও জেলা শিক্ষা অফিসের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন, এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন