আজ ১৬ ই ডিসেম্বর ২০১৮, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতা ও বিজয়স্মৃতি স্থম্ভে সুষ্পস্তবক অর্পণ, সকাল ০৮.৩০ ঘটিকার সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে।

গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেছুর রহমান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম বেলুন ও কবুতর উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন।এসময় শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে জেলা পুলিশের একটি চৌকশ ইউনিট, আনসার ও ভিডিপি, করারক্ষী, বিএনসিসি, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু-কিশোর সংগঠন কর্তৃক কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শণ ও ডিসপ্লে প্রদর্শন করেন।এসময় গোপালগজ্ঞের অতিরিক্ত জেলা প্রশাসক,অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল প্রেসক্লাব সভাপতি সহ অন্যান্য জনপ্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১১.০০ ঘটিকায় গোপালগঞ্জ উপজেলা অফিস সংলগ্ন ৭১ এর বধ্যভূমি শহীদ স্মৃতি স্তম্ভে (জয়বাংলা পুকুর পাড়) পুস্পস্তবক অপর্ণ, মিলাদ মাহফিল, মুক্তিুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন