যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। রোববার বিজয় দিবসের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। এরপর থেকে শহীদ মিনারে ফুল হাতে ভিড় করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা।

বিজয় দিবসের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতারা শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

পরে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার। তখন মানুষের ঢল নামে। নগর বিএনপির সভাপতি আমির খসরু চৌধুরীর নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদল এবং আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ওয়ার্কার্স পার্টি, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা জানায়।

এসময় শহীদ মিনারে মঞ্চ সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

ভোর থেকেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষ ভিড় করে। এ সময় কারও হাতে ছিল ব্যানার, কারও হাতে প্ল্যাকার্ড, আবার কেউ নিয়েছিলেন স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা। সবাই যেন মেলেন এক মোহনায়, শহীদ মিনারে। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষের স্রোত যেন মেশে সেই একই মোহনায়।

এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, উদীচী, বিআই, মাদকদ্রব্য অধিদফতর, নৌ-পুলিশ, শিল্প পুলিশ, টুরিস্ট পুলিশ, পরিবেশ অধিদফতর, শতায়ু অঙ্গন, পোর্ট সিটি ইউনিভার্সিটি, অগ্রণী ব্যাংক, উদীচী, উত্তর জেলা ছাত্রলীগ, কৃষক লীগ, চিটাগাং অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশন, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কর আইনজীবী সমিতি, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, পরিবহন শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

শ্রদ্ধা জানায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, অ্যাপেক্স ক্লাব, দক্ষিণ জেলা বাংলাদেশ মানবাধিকার কমিশন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ছাত্র ইউনিয়ন, যুব মহিলা লীগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জাতীয় পেশাজীবী পরিষদ, সড়ক ও জনপথ অধিদফতর, গণমুক্তি ইউনিয়ন, বাগীশিক, কৃষক লীগ।

মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে।

এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে এম এ আজিজ স্টেডিয়ামে বিভিন্ন স্কুলশিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। স্টেডিয়ামে বসছিল হাজারো শিশু-কিশোর, দেশপ্রেমী মানুষের মিলনমেলা। বাদ্যের তালে তালে কুচকাওয়াজ, অভিবাদন আর মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন অতিথি ও সমবেত দর্শকরা।

কুচকাওয়াজে অংশ নেয় জেলা পুলিশ, নগর পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কারারক্ষী দল, বিএনসিসি, ফায়ার সার্ভিস, কমিউনিটি ভলান্টিয়ার্সের দল।

এ ছাড়া নগরে বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠন আয়োজন করে আলোচনা সভা, পথনাটক ও চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানের।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন