সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার এসএম মোস্তফা কামাল বলেছেন সাতক্ষীরা ৩০ শে ডিসেম্বর একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।যে নির্বাচন একটি মডেল নির্বাচন হিসাবে পরিচিতি লাভ করবে।সকল ভোটার ও ভোট গ্রহণ কাজে নিয়োজিত সকল প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার ও পলিং অফিসার দের নিচ্ছিদ্র নিরাপর্ত্তার নিশ্চয়তা প্রদান করে তিনি বলেন নির্বাচনের আগে থেকে নির্বাচনের পরেও পুলিশ,র্্যাব,সেনাবাহিনী, বিজিবি,আনসার সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ যথাযথ দায়িত্ব পালন করবেন।বৃহম্পতিবার সকালে তিনি আশাশুনির ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির ব্যক্তব্যে উপরোক্ত কথা গুলি বলেন।
আশাশুনি সরকারি কলেজ হল রুমে ৮৫ টি ভোট কেন্দ্র ও ৪১৬ টি বুথে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং,সহকারি প্রিজাইডিং ও পলিং অফিসারদের কে নিয়ে প্রশিক্ষন কর্মশালার আয়োজন করেন আশাশুনির সহকারী রির্টানিং অফিসার ও নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ব্যক্তব্য প্রদান করেন জেলা পুলিশ সুপার মো:সাজ্জাদুর রহমান।তিনি এসময় বলেন,সকল প্রকার বিতর্কের উদ্ধে থেকে শান্তিপূর্ন ভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।আপনারা নির্ভয়ে ভোট গ্রহনের দায়িত্ব পালন করবেন।কেউ ভোট শেষ না করা পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না।আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী আপনাদের নিচ্ছিদ্র নিরাপর্ত্তার চাদরে ঢেকে রাখবে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার দেবহাটা সার্কেল মো: ইয়াছিন আলী,মেজর মাহবুব,আনসার ভিডিপি এ্যাডজুটেন্ট আজাদ,উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা,সহকারি কমিশনার (ভুমি)জাকির হোসেন,আশাশুনি থানার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথ সহ জেলা প্রশাসন,র্্যাব ও আনসার ব্যাটালিয়ানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।