রায়হান হোসেন: সাতক্ষীরা থানা পুলিশের একটি চৌকশ টিম আলিপুর ঢালিপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা বড়ি সহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে।আটক কৃত মাদক ব্যবসায়ীর নাম মাসুম বিল্লাহ ও রফিকুল ইসলাম।
থানা পুলিশের বিশেষ সুত্র জানায় জেলা পুলিশ সুপার মো:সাজ্জাদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্যপদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ ও সদর সার্কেলের এডিশনাল এসপি মেরিনা আক্তারের নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা থানার ওসি মোস্তাফিজুর রহমানের বলিষ্ট নেতৃত্বে সাব-ইন্সপেক্টর প্রবীর কুমারের নেতৃত্বে সহকারী সাব-ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস,সহকারী সাব-ইন্সপেক্টর বিপ্লব দাস ও সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্য রাতে সদরের আলিপুর ঢালিপাড়ায় পুলিশ অভিযান চালায়।অভিযান চলাকালে প্রথমে মাদক চোরাকারবারি মাসুম বিল্লা (২৫)কে ও পরে রফিকুল ইসলাম (৩০) কে আটক করতে সক্ষম হন সাব-ইন্সপেক্টর প্রবীর কুমারের নেতৃত্বাধীন চৌকশ টিম। মাদক ব্যবসায়ী মাসুম বিল্লা অলিপুরের বাবুল সরদারের ছেলে ও রফিকুল ইসলাম একই গ্রামের আমিনুর ইসলামের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার সাব-ইন্সপেক্টর প্রবীর কুমার আপডেট সাতক্ষীরা কে বলেন অভিনব কায়দায় আলিপুরের ঢালিপাড়ায় ইয়াবা বিক্রি করছে এমন সংবাদ আসে পুলিশের কাছে।আর সেই সংবাদের ভিত্তি আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের কে ৪০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করতে সক্ষম হই।তিনি আরো বলেন ধৃত আসামীদের নামে মাদকদ্রব্য আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।আগামীকাল তাদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
প্রাসংঙ্গত সাব-ইন্সপেক্টর প্রবীর কুমার ও এএসআই আব্দুল কুদ্দুস গতমাসে ৩০০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করে। তাদের মাদক বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করে জেলা পুলিশের নভেম্বর মাসের অপরাধ পর্যারোচনা সভায় পুলিশ সুপার মহোদয় টানা ৫ম বারের মত এএআই আব্দুল কুদ্দুস কে চৌকশ পুলিশের সন্মাননা ক্রেস্ট প্রাদান করেন।