রায়হান হোসেন: সাতক্ষীরা জেলাব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক (ডিআইওয়ান) আজম খান প্রতিবেদক কে জানান, সাতক্ষীরা সদর থানা থেকে নাশকতা-মাদক সহ বিভিন্ন অপরাধে ১৬ জন,
কলারোয়ায় থানা থেকে নাশকতা-মাদক সহ বিভিন্ন অপরাধে ১৮ জন,
তালায় থানায় নাশকতা-মাদক সহ বিভিন্ন অপরাধে ৬ জন,
কালিগঞ্জ থানায় মাদক-নাশকতা সহ বিভিন্ন অপরাধে ১০ জন, শ্যামনগর থানা থেকে মাদক-নাশকতা সহ বিভিন্ন অপরাধে১৩ জন,
আশাশুনি থানায় মাদক-নাশকতা সহ বিভিন্ন অপরাধে ১০ জন, দেবহাটায় নাশকতা-মাদক সহ বিভিন্ন অপরাধে ৫ জন ও পাটকেলঘাটা থানা থেকে মাদক-নাশকতা সহ বিভিন্ন অপরাধে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।তাদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।