বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের নেতৃবৃন্দ সোমবার দিনভর সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি এবং সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দারের পক্ষে দিনভর গণসংযোগ করেছে। এসময় সরকারের বিভিন্ন উন্নয়ন সফলতা তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে আবারও নৌকার প্রাথীদের বিজয়ী করার জন্য সর্বস্তরের ভোটারদের প্রতি তারা আহ্বান জানান।
কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা ইউনিটের সদস্যসচিব লায়লা পারভীন সেঁজুতি ও যুগ্ম আহবায়ক এসএম গোলাম ফারুকের নেতৃত্বে সাতক্ষীরা-৩ আসনের আওতাধীন নলতা হাসপাতাল মোড়, গাজীরহাট, খানজিয়া ও নারায়ণপুর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ সাতক্ষীরা-৪ আসনের আওতাধীন রতনপুর বাজার ও ধলবাড়িয়া চৌমুহনী বাজারে গণসংযোগ ও পথসভা শেষে মথুরেশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। জনসভায় মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের সভাপতিত্বে ও প্রিন্স মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি ও আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী এসএম জগলুল হায়দার। তিনি বলেন, এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছি। উন্নয়ন কাজ এখনও চলমান আছে। আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়ী করলে সকল অসমাপ্ত উন্নয়নকাজ সমাপ্ত করার পাশাপাশি বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্য জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে নিরলস ভাবে কাজ করবো।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. শেখ মোজাহার হোসেন কান্টু, সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি এড. ওসমান গণি, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা তারিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এড. হাবিব ফেরদাউস শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসান প্রমুখ।
সূত্র:পত্রদূত নেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন