রায়হান হোসেন: সাতক্ষীরা থানা পুলিশ দিনভোর অভিযান চালিয়ে পৃথক তিন টি অভিযানে ৫০০ গ্রাম গাজা সহ এক মাদক ব্যবসায়ী সহ ১১ জন নাশকতা মামলার আসামি আটক করেছে।থানা পুলিশের বিশেষ সূত্র জানায় সাতক্ষীরা থানা, সাতক্ষীরায় কর্মরত সাব-ইন্সপেক্ট মাজরিহা হোসাইন এর নেতৃত্বে সংগীয় অফিসার এ,এসআই মোঃ শরীফুল ইসলাম ও ফোর্সের সহায়তায় রাম দাস (৫৫), পিতা- মৃত সাধন দাস , স্থায়ী : ঋষিপাড়া, গ্রাম- ভবানীপুর, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, বাংলাদেশ নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে ধৃত আসামীর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে ৫০০ গ্রাম গাজা সহ গ্রেফতার করে।
অপর এক অভিযানে ইটাগাছা পুলিশ ফাঁড়ি, সাতক্ষীরা থানায় আইসি হিসাবে কর্মরত সাব-ইন্সপেক্টর মোঃ ইস্রাফিল হোসেন এর নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১। মোঃ আবুল হাসান (৪০), পিতা- মোঃ মতিয়ার রহমান , স্থায়ী : পশ্চিমপাড়া, গ্রাম- বকচরা, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, বাংলাদেশ নামক ০১ জন সহিংশ ও নাশকতা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করে।
সূত্র আরো জানায়,জেলা পুলিশ সুপার মো:সাজ্জাদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ,সদর সার্কেলের এডিশনাল এসপি মেরিনা আক্তারের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক শনিবার ও রবিবার রাত ভোর অভিযান চালায় সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন টিমের তিন চৌকশ পরিদর্শক।
তারা হলেন সদর থানার পরিদর্শক(তদন্ত)মহিদুল ইসলাম,পরিদর্শক(অপারেশন্স)সেকেন্দার আলী,পরিদর্শক (ইন্টেলিজেন্স) আবুল কালাম।
সূত্র আরো জানায় গতকাল রাত্রে পরিদর্শক(তদন্ত) মহিদুল ইসলাম,পরিদর্শক(অপারেশন্স) সেকেন্দার আলীর নেতৃত্বে সদর থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম,সাব-ইন্সপেক্টর নাজমুল হোসেন,সাব-ইন্সপেক্টর রইচ উদ্দীন,সাব-ইন্সপেক্টর মহাসিন,সাব-ইন্সপেক্টর প্রবীর কুমার,সাব-ইন্সপেক্টর ইউসুফ,সাব-ইন্সপেক্টর বেল্লাল হোসেন,সাব-ইন্সপেক্টর ফতেউর,সাব-ইন্সপেক্টর কিশোর কুমার,সাব-ইন্সপেক্টর প্রদীপ, সাব-ইন্সপেক্টর মানিক-সাব-ইন্সপেক্টর শ্যামা, সাব-ইন্সপেক্টর মনির,সহকারী সাব-ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস,সহকারী সাব-ইন্সপেক্টর সুমন,সহকারী সাব-ইন্সপেক্টর আসলাম, সহকারী সাব-ইন্সপেক্টর সাইফুল,সহকারী সাব-ইন্সপেক্টর বিল্পব সহ সংগীয় ফোর্সের সহযোগীতায় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে আসামি ১. মোঃ আব্দুল্লাহ (৪৭), পিতা- মৃত আমিন উদ্দীন , স্থায়ী : গ্রাম- নেবাখালী, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, বাংলাদেশ,
আসামি ২. মোঃ আব্দুল আলীম (২২), পিতা- আব্দুল কাদের স্থায়ী : গ্রাম- নেবাখালী, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, বাংলাদেশ
৩. আব্দুল মোমিন (৩৫), পিতা- মৃত হাজী আঃ রাজ্জাক মুন্সি স্থায়ী : গ্রাম- ভাড়ুখালী, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, বাংলাদেশ
৪. মোঃ আজহারুল ইসলাম (৩২), পিতা- মৃত আহাদ আলী মোড়ল , স্থায়ী : গ্রাম- ভাড়ুখালী, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, বাংলাদেশ
৫. শাহজাহান কবীর (৫০), পিতা- মৃত মুনসুর আলী সরদার , স্থায়ী : গ্রাম- ভাড়ুখালী, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, বাংলাদেশ
৬. মোঃ আব্দুল মজিদ (৬৫), পিতা- মৃত ইউসুফ সরদার , স্থায়ী : মুন্সিপাড়া, গ্রাম- পুরাতন সাতক্ষীরা, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, বাংলাদেশ
৭. মোঃ নিজাম উদ্দীন (৪৮), পিতা- মৃত গোলাম মহিউদ্দীন , স্থায়ী : মুন্সিপাড়া, গ্রাম- পুরাতন সাতক্ষীরা, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, বাংলাদেশ
৮. মোঃ শফিকুল ইসলাম (৫৬), পিতা- মৃত মোকছেদুর রহমান , স্থায়ী : গ্রাম- গদাঘাটা, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, বাংলাদেশ
৯. মোঃ রফিকুল ইসলাম (৩৫), পিতা- মৃত বরকত উল্লাহ , স্থায়ী : মুন্সিপাড়া, গ্রাম- লাবসা, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, বাংলাদেশ
১০. মোঃ রেজাউল করিম (৪৮), পিতা- মৃত খোদাবক্স ধাবক , স্থায়ী : গ্রাম- কুশখালী, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, বাংলাদেশ
১১. মোঃ শফিকুল ইসলাম (৪৬), পিতা- মোঃ গোলাম রব্বানী তালকদার , স্থায়ী : গ্রাম- শিকড়ী, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, বাংলাদেশ নামক ১১ জন সহিংশ ও নাশকতা মামলার পলাতক আসামীদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান আপডেট সাতক্ষীরা কে জানান,আটককৃতরা বিভিন্ন নাশকতা মামলার পলাতক আসামি।দীর্ঘদিন তারা আত্মগোপন করে ছিলো।তিনি আরো জানান আটককৃতদের বিজ্ঞ আদালতে সোর্পদ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।