
মাহফিজুল আককাস: জাতীয় সংসদ নির্বাচন -২০১৮ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন কমপ্লেক্সে জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু’র সভাপতিত্বে সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাথে সাতক্ষীরা সদর-০২ আসনের আওয়ামীলীগের মনোনীত সংসদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য গণমানুষের প্রাণের নেতা উন্নয়নের রুপকার বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় তিনি বলেন, ‘দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নৌকার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকায় ভোট দিন।’ মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ,সাবেক জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্জ মুনসুর আহম্মমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল গফ্ফার, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, জেলা রাইচ মিল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আনছারুল ইসলাম বাপ্পি প্রমুখ।
এ সময় জেলা ও উপজেলা রাইচ মিল মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সহ-সভাপতি শেখ কামরুল ইসলাম।
