একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করার জন্য সারা দেশে ১০ হাজার র‍্যাব সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক বেনজীর আহমেদ।
একই সঙ্গে র‍্যাব মহাপরিচালক জানান, অসত্য তথ্য প্রচার ঠেকাতে তাঁরা ফেসবুকে একটি পেজের মাধ্যমে সাইবার নিউজ ভেরিফিকেশন (সংবাদ-যাচাই) সেন্টার চালু করেছেন। নির্বাচনের সময়ে কেউ যদি কোনো খবরে সন্দেহ প্রকাশ করে, তাহলে তা তাদের কাছে পাঠালে তার সত্যতা তারা যাচাই করে ফিডব্যাক দেবে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে বেনজীর আহমেদ এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, সংসদ নির্বাচনকে সফল করার জন্য এক বছর ধরে তাঁরা কাজ করে যাচ্ছেন। নির্বাচনের জন্য হুমকি ছিল অবৈধ অস্ত্র ও জঙ্গিবাদ। গত এক বছরে দেশের বিভিন্ন জায়গায় তাঁরা অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করেছেন। জঙ্গিবাদী কর্মকাণ্ড দূর করতে কাজ করেছেন।

নির্বাচন সামনে রেখে গুজব ও অসত্য তথ্য প্রচার হয়েছে জানিয়ে বেনজীর আহমেদ বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তাঁরা দেখেছেন, গুজব ও মিথ্যা কথা প্রচার করার চেষ্টা হয়েছে। এর পেছনে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী লক্ষ-কোটি টাকা খরচ করেছে। মিথ্যা তথ্য দিয়ে ও অসত্য গল্প বলে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তিন মাসের বেশি সময় ধরে এটি রোধে তাঁরা কাজ করেছেন। এই কারণে তাঁরা সচেতনতামূলক একটি তথ্যচিত্র তৈরি করেছেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, এমন অসত্য তথ্যের প্রচার ঠেকাতে তাঁরা এবার ফেসবুকে একটি পেজের মাধ্যমে সাইবার নিউজ নোটিফিকেশন সেন্টার চালু করেছেন। এখানে তাঁদের লোকজন দায়িত্ব পালন করবেন। কেউ যেন মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সে জন্য তাঁরা কাজ করবেন।

সূত্র:প্রথম আলো নেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন