একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারি ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও তার ছেলে শেখ সারহান নাসের তন্ময়ের জন্য ভোট চেয়ে বলেছেন, তন্ময় নির্বাচিত হলে বাগেরহাটের উন্নয়ন হবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সবাইকে নৌকায় ভোট দিতে হবে। সারাদেশে নৌকার জোয়ার দেখে এখন পাকিস্তানের দোসর জামায়াত-বিএনপিসহ কামালপন্থীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বাগেরহাটে সর্বশেষ নির্বাচনী জনসভায় একই মঞ্চে নৌকার পক্ষে ভোট চাইলেন পিতা বাগেরহাট-১ আসনের প্রার্থী শেখ হেলাল উদ্দিন ও পুত্র বাগেরহাট-২ আসনের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট খানজাহান আলী কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভায় হেভিওয়েট এ দুই প্রার্থী ভোট চান। বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, ‘সন্ত্রাস-দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজ ও মাদকমুক্ত বাগেরহাট গড়তে নৌকায় ভোট দিন। আমার রক্তের কোনো আত্মীয় বা দলের কেউ হলেও তাকে কোনো ছাড় দেওয়া হবেনা। আমাকে বিশ্বাস করুন-আমার প্রতি আস্থা রাখুন, আপনারা ঠকবেন না’। এ সময় শেখ তন্ময়ের স্ত্রী ইফরা তন্ময়, মা রুপা চৌধুরী ও বোন ব্যারিস্টার অনন্যাসহ শেখ তন্ময়ের অনেক আত্মীয়-স্বজন উপস্থিত ছিলো। শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসন থেকে এবং শেখ তন্ময় বাগেরহাট-২ আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হ্যাপি বড়াল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এসএম কামাল হোসেন, অ্যাডঃ আমিরুল আলম মিলন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খান হাবিবুর রহমানসহ আরও অনেকে। নির্বাচনী জনসভায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষ ছিল ব্যাপক উচ্ছ্বসিত। আগত নেতাকর্মীরা হাত নেড়ে ও তালি দিয়ে শেখ তন্ময়কে সমর্থন জানায়। বিশাল এ জনসভায় জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন ও জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন বড় ধরনের শো-ডাউন করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন