জুলফিকার আলী: অন্যের ক্ষেতে ও পরের বাড়িতে ঝিয়ের কাজ করা মায়ের সন্তান পেলো জিপিএ-৫। পরিবারের দরিদ্রতাকে পাশে রেখে নিজের পড়ালেখায় জয়ী হলো কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের স্বামী পরিত্যক্তা শাহানারা খাতুনের একমাত্র মেয়ে বিউটি খাতুন। সে চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) ‘এ’প্লাস (জিপিএ-৫) গ্রেড পেয়েছে। তার প্রাপ্ত নম্বর ৫৬৬। বিউটির শিক্ষক জিএম জাহিদুল আলম সাংবাদিকদের জানান-বিউটি ট্যালেন্টফুলে বৃত্তি পাবে বলে আশা প্রকাশ করছি। বিউটির মা শাহানারা খাতুন মেয়েকে নিয়ে গয়ড়া গ্রামে বাপের বাড়ীতে থাকেন। অন্যের খেতে-খামারে কাজ করেন, কখনো অন্যের বাড়ীতে ঝি এর কাজ করে, খেয়ে না খেয়ে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছেন। দরিদ্রতা সঙ্গী করে মেয়েকে নিয়ে স্বামী পরিত্যাক্তা এই মায়ের অনেক আশা, অনেক স্বপ্ন। প্রতিভাবান মেয়েরও রয়েছে অনেক স্বপ্ন। সেগুলো পূরন হবে কি?





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন