একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহনের জন্য প্রস্তুত দেবহাটার ৪০টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছে দেওয়া হয়েছে।আগামীকাল ৩০ শে ডিসেম্বর উৎসবমূখর পরিবেশে হবে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। শনিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার হাফিজ-আল-আসাদ এবং সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার(পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎ মিশ স্ব স্ব কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের হাতে ভোট গ্রহনের জন্য প্রয়োজনীয় ফরম, ষ্টেশনারী সামগ্রী, ব্যালট পেপার,সিলগালা, ব্যালটবক্স সহ অন্যান্য সরঞ্জামাদি তুলে দিয়েছেন।

পাশাপাশি ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে উপজেলার প্রত্যেকটি কেন্দ্রে পুলিশ,আনসার ও গ্রামপুলিশদের দায়িত্ব বন্টন সহ তাদের কে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নির্বাচনী ব্রিফিং প্রদান করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্যপদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ। অন্যদিক ভোট গ্রহন কে কেন্দ্র করে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নাশকতা এড়াতে দেবহাটা উপজেলা ব্যাপী টহলে রয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট,সেনাবাহিনী,পুলিশ,বিজিবি,র‌্যাব ও পুলিশের স্বমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।

মোট ভোটকেন্দ্রের মধ্যে কুলিয়ায় ভোটগ্রহন হবে ৮ টি কেন্দ্রে। যাদের মধ্যে রয়েছে বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয় (পুরুষ ও মহিলা), পুষ্পকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়,সুবর্নাবাদ সেন্ট্রাল হাইস্কুল, কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দক্ষিন কুলিয়া ভোটকেন্দ্র হিসেবে ভোট গ্রহন হবে কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে, উত্তর কুলিয়া ভোটকেন্দ্র হিসেবে ভোটগ্রহন হবে কুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, টিকেট সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোবরাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

এ ইউনিয়নে ১১০১১ নারী ভোটার ও ১১৩১৬ জন পুরুষ ভোটার মিলিয়ে মোট ভোটার সংখ্যা ২২,৩২৭ জন। পারুলিয়া ইউনিয়নে মোট ১০ টি কেন্দ্রে ভোটগ্রহন হবে। যার মধ্যে রয়েছে, কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পারুলিয়া মৃধাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন সেন্টার (পুরুষ), মৃধাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (মহিলা), পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় (পুরুষ), পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় (মহিলা ভোটকেন্দ্র), খেজুরবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, জেলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন সেন্টার (পুরুষ), জেলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় উঃ পাশের ভবন (মহিলা), ছোটশান্তা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা, জোয়ার গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

এ ইউনিয়নে ১২,২৬২ জন পুরুষ ভোটার ও ১২,১০৩ জন মহিলা ভোটার মিলিয়ে মোট ভোটার সংখ্যা ২৪,৩৬৫ জন। সখিপুর ইউনিয়নে যে ৬টি কেন্দ্রে ভোটগ্রহন হবে তা হলো, উঃ সখিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সখিপুর ইউনিয়ন পরিষদ ভবন, খানবাহাদুর আহছানউল্লা সরকারী কলেজ (পূর্ব পাশের ভবন পুরুষ কেন্দ্র), খানবাহাদুর আহছানউল্লা সরকারী কলেজ (উঃ পাশের ভবন মহিলা কেন্দ্র), সখিপুর মাধ্যমিক বিদ্যালয়, ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

এ ইউনিয়নে ৯,৩২৭ জন পুরুষ ভোটার ও ১২,১২৩ জন মহিলা ভোটার মিলিয়ে মোট ভোটার সংখ্যা ২১,৪৫০ জন। নওয়াপাড়া ইউনিয়নে যে ১০টি কেন্দ্রে ভোটগ্রহন হবে তা হলো, চাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (পূর্ব পাশের ভবন মহিলা কেন্দ্র), শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (দঃ পাশের ভবন পুরুষ কেন্দ্র), দেবীশহর মাধ্যমিক বিদ্যালয়, বাবুরাবাদ -ঢেপুখালী সাইক্লোন সেন্টার, হাদিপুর আহছানিয়া হাইস্কুল (পুরুষ), হাদিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (মহিলা), উঃ আষ্কারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঘোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, নওয়াপাড়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা।

এ ইউনিয়নে ১১২৭৫ জন পুরুষ ভোটার ও ১১,০১৭ জন মহিলা ভোটার মিলিয়ে মোট ভোটার সংখ্যা ২২,২৯২ জন। দেবহাটা সদর ইউনিয়নে যে ৫টি কেন্দ্রে ভোটগ্রহন হবে তা হলো ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়, ঘলঘলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, টাউনশ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুশীলগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়।

এ ইউনিয়নে ৬,৪৪৫ জন পুরুষ ভোটার ও ৬৫৭৩ জন মহিলা ভোটার মিলিয়ে মোট ভোটার সংখ্যা ১৩,০১৮ জন। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার এসকল কেন্দ্রে উৎসব মূখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন ৫০ হাজার ৬শ ২৫ জন পুরুষ এবং ৫২ হাজার ৮শ ২৭ জন মহিলা ভোটর মিলিয়ে দেবহাটার মোট ১ লক্ষ ৩ হাজার ৪ শ ৫২ জন ভোটার।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার হাফিজ-আল-আসাদ প্রতিবেদক কে বলেন,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহনকে কেন্দ্র করে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাছাড়া উপজেলাব্যাপী আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার সহ স্ব-স্ব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন এবং যৌথ বাহিনীর টহল অব্যাহত আছে।অপরদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ তার নির্বাচনী ব্রিফিংয়ে বলেন,যদি কোন অশুভ শক্তি ভোট গ্রহনে বাঁধা সৃষ্টি কিংবা নাশকতার প্রচেষ্টা চালায়,তাহলে আমাদের কে জানাবেন।আমাদের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সকল অশুভ শক্তির বিষদাঁত ভেঙে দেবে।এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, সেকেন্ড অফিসার ইয়ামিন আলী সহ ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার,সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

তথ্য: সাতক্ষীরা টাইম্স  24ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন