সাতক্ষীরা-২ আসনের (সদর) ১৩৭টি ভোট কেন্দ্রের জন্য ইভিএম মেশিন ও নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামাল সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে এর উদ্বোধন করেন।

সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে সাতক্ষীরা-২ আসন গঠিত। প্রথমবারের মতো ১৩৭টি কেন্দ্রে ৬৯৮টি বুথে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৩ লাখ ৫৬ হাজার ২৬৯ জন ভোটার ইভিএমে ভোট দেবেন। এ আসনের ১৩৭টি কেন্দ্রের মধ্যে ১২৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তার পক্ষ থেকে ভোটারদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ২৭ ডিসেম্বর প্রতীকি ভোট গ্রহণ করা হয়। আজ ৩০ ডিসেম্বর রোববার শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে শনিবার সকাল ১০টা থেকে ইভিএম মেশিন ও নির্বাচন সামগ্রী তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে।

নির্বাচন সামগ্রী নিজ নিজ ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার পর দুপুর ১টার মধ্যে ইভিএম এর কোনো ত্রুটি আছে কিনা তা সদর সহকারি রিটার্নিং অফিসারকে বা কন্ট্রোল রুমকে অবহিত করতে বলা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ১৪ থেকে ১৫ জন নিরাপত্তা কর্মী নিযুক্ত করা হয়েছে। নির্বিঘ্নে ভোট গ্রহণের লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবিসহ ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সাতক্ষীরা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান জানান, শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, ভোটারদের যেভাবে ইভিএম সম্পর্কে অবহিত করা হয়েছে তাতে রোববার ভোট শেষে সাতক্ষীরা একটি মডেল হিসেবে পরিচিতি লাভ করবে।প্রাসংঙ্গত এর আগে ২৮ ডিসেম্বর দুপুরে সাতক্ষীরা স্টেডিয়ামের মাঠের হ্যালিপ্যাড থেকে ইভিএম এর চালানপত্র সঠিক ভাবে বুঝে নিয়ে গ্রহণ করেন জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক জনাব এসএম মোস্তফা কামাল,জেলা নির্বাচন অফিসার ও সদর উপজেলার সহকারি রির্টানিং অফিসার তহমিনা খাতুন।এসময় স্টেডিয়াম মাঠের হ্যালিপ্যাডে জেলা পুলিশ সুপার মো:সাজ্জাদুর রহমান,উপসচিব ও ডিডিএলজি শাহ্ আবদুস সাদী,র্্যাব-৬ এর সাতক্ষীরায় দায়িত্বরত র্্যাবের সিও ,সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো:মোস্তাফিজুর রহমান সহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন