সাতক্ষীরা-৩ আসনের (আশাশুনি দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার আংশিক) মহাজোট প্রার্থী আওয়ামী লীগের অধ্যাপক ডা. আফম রুহুল হক নৌকা প্রতীক নিয়ে ৩ লাখ ৪ হাজার ৩৩৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। জয়লাভ করায় একই দিন সন্ধায় প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে তার নলতার বাড়িতে যান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আজহাজ্জ নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীগ সাধারন সম্পাদক শাহাজান আলী,সাবেক ছাত্রলীগ নেতা আ হ ম তারেক উদ্দীন,জেলা মহিলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লাইলা পারভীন সেজুতি,ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাছুম,স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক ওহেদুজ্জামান টিটু সহ অন্যান্য নেতৃবৃন্দ।সূত্র জানায় সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক নৌকা প্রতীক নিয়ে ৩ লাখ ৪ হাজার ৩৩৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
এসময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শহিদুল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৫৩ ভোট। আসন। এ আসনের মোট ভোটার সংখ্যা ৩লক্ষ ৮৭হাজার ২৯৩জন। এরমধ্যে দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের ৪০টি কেন্দ্রে ভোট ৯৭৮৮৮। যার মধ্যে ৭৮৮২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেছে। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে মহাজোটের প্রার্থী সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক পেয়েছে ৭২৩৮২টি ভোট, বিএনপির ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীক ৫৮৫৩টি ভোট এবং মো. ইসহাক আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক ২৮১ ভোট পেয়েছে। এছাড়া ৩০৪টি ভোট বাতিল হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নের ফলাফলে জানা যায়, কুলিয়া ইউনিয়নের বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের ২টি কেন্দ্রে ৪৬৯৯ ভোটের মধ্যে নৌকা প্রতীক ৩৬৭১টি, ধানের শীষ ২৮৬টি এবং ০৯টি ভোট পেয়েছে হাতপাখা। পুস্পকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৯৩৬ ভোটের মধ্যে নৌকা প্রতীক ২৪২২, ধানের শীষ ১০২ এবং হাতপাখা প্রতীক ২টি। সেন্টাল হাই স্কুল (সুবর্নবাদ) কেন্দ্রে ২৬৬২ ভোটের মধ্যে নৌকা ২০০৬, ধানের শীষ ১৮২ এবং হাতপাখা প্রতীক ০৩। কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২২৫৮ ভোটের মধ্যে নৌকা প্রতীক ১৭৪২, ধানের শীষ ১০৭ এবং পাখা প্রতীক ০৭টি। কুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৩১৪ ভোটের মধ্যে নৌকা প্রতীক ২৪৭৯, ধানের শীষ ৩৩৫ এবং পাখা প্রতীক ০৩টি। টিকেট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩২৯৬ ভোটের মধ্যে নৌকা প্রতীক ২৯১৫, ধানের শীষ ২৯ এবং হাতপাখা প্রতীক ৪০টি। গোবরাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩১৬২ ভোটের মধ্যে নৌকা প্রতীক ১৯৬০, ধানের শীষ ৪২৫ এবং পাখা প্রতীক ১৯টি। পারুলিয়া ইউনিয়নের কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩১৮৬ ভোটের মধ্যে নৌকা প্রতীক ২২৩৪, ধানের শীষ ৪৬৯ এবং হাতপাখা প্রতীক ০৭টি। পারুলিয়া মৃধাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২টি কেন্দ্রে ৪৪৫২ ভোটের মধ্যে নৌকা ২৯৩৯, ধানের শীষ ১৩৬ এবং হাতপাখা ০৯টি। পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২০৮৩ ভোটের মধ্যে নৌকা ১৫৬৫, ধানের শীষ ১২৫, হাতপাখা ৩২টি। পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২১৩৩ ভোটের মধ্যে নৌকা ১৪৪৩, ধানের শীষ ৩৩ এবং হাতপাখা প্রতীক ১ টি। খেজুরবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৯৫০ ভোটের মধ্যে নৌকা প্রতীক ১৭৭৫, ধানে শীষ ২৭ এবং হাতপাখা ৮টি। জেলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪৩৪২ ভোটের মধ্যে নৌকা প্রতীক ৩০৯৭, ধানের শীষ ২৩, হাতপাখা ০২টি। নাজিরেরঘের সরকারী প্রাথমিক বিদ্যালয় ২০০৪ ভোটের মধ্যে নৌকা প্রতীক ১৭১৫, ধানের শীষ ১৫, হাতপাখা একটি। জোয়ার(১)গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩২১৫ ভোটের মধ্যে নৌকা প্রতীক ২৩০২, ধানের শীষ ১১৫, হাতপাখা ১৮টি। সখিপুর ইউনিয়নের উত্তর সখিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৬৬০ ভোটের মধ্যে নৌকা প্রতীক ২০৫১, ধানের শীষ ৩৩৪, পাখা ০৩টি। সখিপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ১২৫৪ ভোটের মধ্যে নৌকা প্রতীক ৯১২, ধানের শীষ ৫৩ এবং পাখা ০৩টি। খানবাহাদুর আহছানউল্লা সরকারী কলেজ ২টি কেন্দ্রে ৪৫০৩ ভোটের মধ্যে নৌকা প্রতীক ৩৪৩৪, ধানের শীষ ৩২৬, হাতপাখা ০৩টি। সখিপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২১১৬ ভোটের মধ্যে নৌকা প্রতীক ১৭১৩, ধানের শীষ ৭৮, পাখা ০৩টি। ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৫৯৮ ভোটের মধ্যে নৌকা প্রতীক ২৯২৬, ধানের শীষ ১১২, পাখা ০৬টি। চন্ডীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭৪৫ ভোটের মধ্যে নৌকা প্রতীক ১২৬৮, ধানের শীষ ৬৯, পাখা ০৫টি। নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২২৮৫ ভোটের মধ্যে নৌকা প্রতীক ১৫৯৪, ধানের শীষ ১৪১টি। শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২টি কেন্দ্রে ৩৬৮৪ ভোটের মধ্যে নৌকা প্রতীক ২৩০০, ধানের শীষ ৬৩১টিএবং হাতপাখা ০৪টি। দেবীশহর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮২৪ ভোটের মধ্যে নৌকা প্রতীক ১১৬৯, ধানের শীষ ২৩০, হাতপাখা ০৬টি। বাবুরাবাদ ঢেপুখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২১২৩ ভোটের মধ্যে নৌকা প্রতীক ১৮৩৭, ধানের শীষ ১৯টি। হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৭০৯ ভোটের মধ্যে নৌকা প্রতীক ১৮৬৩, ধানের শীষ ৩৪২, হাতপাখা ০৫টি। হাদিপুর প্রাথমিক বিদ্যালয় ২৭৩৫ ভোটের মধ্যে কেন্দ্রে নৌকা প্রতীক ১৭৩৯, ধানের শীষ ২২৮ এবং হাতপাখা ০৩টি। উত্তর আস্কারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭৯৩ ভোটের মধ্যে নৌকা প্রতীক ১৬৩৮, ধানের শীষ ৫২, হাতপাখা ০৪টি। ঘোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩৩০৪ ভোটের মধ্যে কেন্দ্রে নৌকা প্রতীক ২৬৭৮, ধানের শীষ ২২০টি এবং হাতপাখা ১ টি। নওয়াপাড়া সিদ্দিকীয়া সিনিয়ার মাদ্রাসা কেন্দ্রে ১৭৮৫ ভোটের মধ্যে নৌকা প্রতীক ১৪২৬, ধানের শীষ ৬৬টি এবং ০৩টি। দেবহাটা সদর ইউনিয়নের ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৯১৩ ভোটের মধ্যে নৌকা প্রতীক ২৩৩৪, ধানের শীষ ৪৬টি এবং হাতপাখা ০২টি। ঘলঘলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২২৩১ ভোটের মধ্যে নৌকা প্রতীক ১৬৭১, ধানের শীষ ১২৪, হাতপাখা ০৩টি। টাউন শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩১৯২ ভোটের মধ্যে নৌকা প্রতীক ২৪৬০, ধানের শীষ ৩৮, হাতপাখা ০৬টি। শুশিলগাঁতি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭৫৫ ভোটের মধ্যে নৌকা প্রতীক ১১৭৭, ধানের শীষ ১২৮, হাতপাখা ৫৬টি এবং দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৯২৭ ভোটের মধ্যে নৌকা প্রতীক ১৯২৭, ধানের শীষ ২০৫, পাখা ০৪টি ভোট পেয়েছে। অপরদিকে, আশাশুনি উপজেলার ৮৫টি কেন্দ্রে প্রাথমিক ফলাফলে নৌকা প্রতীক ১ লক্ষ ৭১ হাজার ১০১ ভোট, ধানের শীষ প্রতীক ১৪ হাজার ৮০২ ও হাতপাখা প্রতীক ২১৩২ ভোট পেয়েছে। উপজেলা সহকারী রিটার্ণিং অফিস সূত্রে জানা যায়, আশাশুনি সদর ইউনিয়নের আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতিক ১৬০১ ভোট, ধানের শীষ ০৩ ভোট, হাতপাখা ০৩ ভোট, আশাশুনি আলিয়া মাদরাসা কেন্দ্রে ১৩৯৩, ধানের শীষ ২১৪, হাতপাখা ১৭, আশাশুনি সরকারী কলেজ কেন্দ্রে নৌকা ১৪২২, ধানের শীষ ২৮৬, হাতপাখা ০৫, শ্রীকলস সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৩৯৩, ধানের শীষ ২১৪, হাতপাখা ১৭, বড়-দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৪২২, ধানের শীষ ২৮৬, হাতপাখা ০৫, বলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে নৌকা ১৯২৩, ধানের শীষ ১৫, হাতপাখা ০৪, কোদ-া মাধ্যমিক বিদ্যালয়ে নৌকা ১৮০১, ধানের শীষ ৪০, হাতপাখা ০১, হাড়িভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১৫১৮, ধানের শীষ ১৩৭, হাতপাখা ০৪, শীতলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১১৭৭, ধানের শীষ ২৩৫, হাতপাখা ৬৮ ভোট পেয়েছেন।মোট নৌকা ১৪৯৭২, ধানেরশীষ ১২৬১, হাতপাখা ১৫০। শোভনালী ইউনিয়নের বদরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৫৪৫, ধানের শীষ ৪৩৯, হাত পাখা ০৯, জনাব আলী দাখিল মাদরাসা কেন্দ্রে নৌকা ১৫৮৮, ধানের শীষ ১৮, হাতপাখা ০৮, শরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ে নৌকা ১৩৭৮, ধানের শীষ ১৯১, হাতপাখা ০৭, বাকড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ২২৭৯, ধানের শীষ ১৭৯, হাত পাখা ৬৫, কামালকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১৭৭৭, ধানের শীষ ৫২, হাতপাখা ৫২, বসুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১৩৫১, ধানের শীষ ২৮৫, হাত পাখা ৩৮, বলায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১৪৬৯, ধানের শীষ ৪১৬, হাতপাখা ০২, গোদাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ২৫৮৮, ধানের শীষ ৬১৯, হাতাপাখা ১০৪, বৈকারঝুটি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৫০৪, ধানের শীষ ৪৩৮, হাতাপাখা ০৬ ভোট পেয়েছেন। নৌকা প্রতিক মোট ভোট ১৫৫১৯, ধানের শীষ ২৫৩৭ ও হাতপাখা ২৪৩ ভোট। বুধহাটা ইউনিয়নের চাপড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৫১৫, ধানের শীষ ৩৯৪, হাতাপাখা ৫৫, দক্ষিণ চাপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১৫১৬, ধানের শীষ ৬৫, হাতাপাখা ০৯, নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১২৯১, ধানের শীষ ১৭৯, হাতাপাখা ০৬, শে^তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১৮২৩, ধানের শীষ ১২৭, হাতাপাখা ০৭, বুধহাটা বিএিম কলেজিয়েট স্কুল ভবন কেন্দ্রে-২ নৌকা ১৬৭৯, ধানের শীষ ৪৯০, হাতপাখা ৩৬, বুধহাটা বিপিএম কলেজিয়েট স্কুল ভবন-৩ নৌকা ১৬৮৫, ধানের শীষ ৩৮২, হাত পাখা ৪৫, বেউলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১৬০৬, ধানের শীষ ৩৭৩, হাতাপাখা ১৮, মধ্যম বেউলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১৬৮৫, ধানের শীষ ১৮০, হাতাপাখা ১১, কুন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে নৌকা ১৯১৮, ধানের শীষ ৫৯২, হাতাপাখা ১৫, নৈকাটি দাখিল মাদরাসা কেন্দ্রে নৌকা ১৩৫১, ধানের শীষ ১৭৪, হাতাপাখা ০৮ ভোট পেয়েছেন। মোট নৌকা ১৭১৩৯, ধানের শীষ ২৯৫৬, হাতপাখা ১৯৮। কুল্যা ইউনিয়নের কুল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৯৮৯, ধানের শীষ ৭৭, হাতাপাখা ২৩, গুনাকরকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ২২৭৩, ধানের শীষ ৩৭৩, হাতপাখা ০৬, বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১০৩৯, ধানের শীষ ৩৫৯, হাতপাখা ১০, কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ২৪৪১, ধানের শীষ ৪৬৩, হাতপাখা ১৯, আরার গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১৫৫৪, ধানের শীষ ২০১, হাতপাখা ১০, গাবতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১২৪৮, ধানের শীষ ২৮৮, হাতপাখা ১৬, আগরদাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১৫৬৪, ধানের শীষ ৩০৭, হাতপাখা ১৭, দাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৪২৬, ধানের শীষ ৩৯৮, হাতপাখা ১১ ভোট পেয়েছেন। মোট নৌকা ১৪৫৮০, ধানের শীষ ২৫৫৬, হাতপাখা ১৩৬ ভোট। কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩০৩২, ধানের শীষ ৪৪৯, হাত পাখা ৩, শ্রীরামকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ৯৪০, ধানের শীষ ১৬৮, হাত পাখা ২৭, টেংরাখালী মাধ্যমিক বিদ্যালয়ে নৌকা ১৮৫৯, ধানের শীষ ও হাত পাখা ০, মিত্র তেতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১৯৯৯, ধানের শীষ ২০৩, হাত পাখা ৫৩, টেকাকাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৩৭৯, ধানের শীষ ২৫, হাত পাখা ৭ ভোট পেয়েছেন। মোট ধানেরশীষ ৯১৯৯, ধানেরশীষ ৮৪৫, হাতপাখা ৯০। দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি উঃ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৯৯০, ধানের শীষ ২১৫, হাতপাখা ১৭ ভোট, দরগাহপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৮৪১, ধানের শীষ ৩৬, হাতপাখা ১১, রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ২১৩৮, ধানের শীষ ১০২, হাতপাখা ০৭ ভোট, শ্রীধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১৪১৬, ধানের শীষ ০৫, হাতপাখা ০৬, জামালনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৬৪৭, ধানের শীষ ৪০৭, হাতপাখা ৪১ ভোট পেয়েছেন। মোট নৌকা ১২৪৮৭, ধানের শীষ ১০৯৪, হাতপাখা ২০৮ ভোট। বড়দল ইউনিয়নের চাম্পাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২২৬৭, ধানের শীষ ৫৫১, হাতপাখা ২৪, ফকরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ২৩৩৮, ধানের শীষ ৩৬৩, হাতপাখা ৯৮, মাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ২০৫৩, ধানের শীষ ০১, হাতপাখা ০, বাইনতলা মাধ্যমিক বিদ্যালয়ে নৌকা ১৮৯৯, ধানের শীষ ২৩, হাতপাখা ১১, উঃ বড়দল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ২৮২২, দঃ বড়দল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৯৮৩, ধানের শীষ ২৬৩, হাতপাখা ১৮ ভোট পেয়েছেন মোট নৌকা ১৬৬২৩, ধানের শীষ ১৬১৩, হাতপাখা ১৯৬ ভোট। শ্রীউলা ইউনিয়নের শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৫১১, ধানের শীষ ১৮, হাতপাখা ১৭, পুইজালা মাধ্যমিক বিদ্যালয়ে নৌকা ২৭৪৯, ধানের শীষ ৮৮, হাতপাখা ৪২, মহিষকুড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ৩০৭৩, ধানের শীষ ১৭১, হাতপাখা ৮২, নাকতাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১৯৫০, ধানের শীষ ২৬৪, হাতাপাখা ০৪, মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে নৌকা ১৭০৮, ধানের শীষ ৬৯, হাতপাখা ০২, কলিমাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১৮৫২, ধানের শীষ ১০৫, হাতপাখা ১১, বালিয়াখালি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৬৮৮, ধানের শীষ ৩২৩, হাতপাখা ১৯ ভোট পেয়েছেন। মোট নৌকা ১৬৭২১, ধানেরশীষ ১০৩৮, হাতপাখা ১৭৭ ভোট। খাজরা ইউনিয়নের খাজরা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে নৌকা ৩৮০৬, ধানের শীষ ২২, হাতপাখা ০৪, রাউতাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ২৫০৪, ধানের শীষ ১৫, হাতপাখা ১০৬, পারিশামারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ২৭৮৭, ধানের শীষ ০৮, হাতপাখা ১০৬, কাপসন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১৭৯১, ধানের শীষ ১১, হাতপাখা ১০৮, চেউটিয়া দাখিল মাদরাসায় নৌকা ১৫৭৭, ধানের শীষ ৭৫, হাতপাখা ৩৮, গদাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ৩৪১৫, ধানের শীষ ০৩, হাতপাখা ২৩৬, তুয়ারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ২৭৯৯, ধানের শীষ ৬১, হাতপাখা ২২ ভোট পেয়েছেন। মোট নৌকা ২১২৫৯, ধানের শীষ ২৪৭, হাতপাখা ৬২৭ ভোট। আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৫৮০, ধানের শীষ ৫২, হাতপাখা ০৭, ভোলানাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১৯৭০, ধানের শীষ ৫৭, হাতপাখা ০২, আনুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ২৩২১, ধানের শীষ, ৯৩, হাতপাখা ১৭, বিছন নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে নৌকা ৩৩১৮, ধানের শীষ ৭৪, হাতপাখা ১৫, রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১৮১০, ধানের শীষ ১৯, হাতপাখা ০১, একসরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১৬২১, ধানের শীষ ১২, হাতপাখা ০৮, মধ্যম একসরা দাখিল মাদরাসা ১৫৬১, ধানের শীষ ৬৫, হাতপাখা ০২, নাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয় নৌকা ১৪৮৩, ধানের শীষ ০৯, হাতপাখা ০৬ ভোট পেয়েছেন। মোট নৌকা ১৪০৬২, ধানেরশীষ ৩২৯, হাতপাখা ৫১ ভোট। প্রতাপনগর ইউনিয়নের দিঘলাআইট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৩৭২, ধানের শীষ ০৮, হাতপাখা ০৮, চাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১৩৬৭, ধানের শীষ ২৪৭, হাত পাখা ২, কুড়ি কাহুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ২৪২৫, ধানের শীষ ১৯, হাত পাখা ৮, প্রতাপনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ৩৩৮০, ধানের শীষ ৩, হাত পাখা ৫, প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়ে নৌকা ১৭৪০, ধানের শীষ ০, হাত পাখা ৩২, কোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১৭৬৯, ধানের শীষ ৯, হাত পাখা ১১, কল্যাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ২৯৪৮, ধানের শীষ ০, হাত পাখা ৬, নাকনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ৩৫৩৯, ধানের শীষ ০, হাত পাখা ১৪ ভোট পেয়েছেন। মোট নৌকা ১৮৫৪০, ধানেরশীষ ৩২৬, হাতপাখা ৫৬ ভোট পেয়েছেন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা এ খবর নিশ্চিত করেছেন।
সূত্র: সাতক্ষীরা জার্নাল।