আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো:মোস্তাফিজুর রহমান বিশ্ব শান্তি দিবস পদক ২০১৭ পয়েছেন।সূত্র জানায় ১১ ই সেপ্টম্বর ২০১৮ তারিখ ঢাকা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে সোনার বাংলা স্বাংস্কৃতিক ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব শান্তি দিবস পদক ২০১৭ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেল মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মুজিবুল হক এমপি।অনুষ্ঠানে দেশের সকল জেলার চৌকশ ওসি দের কে যোগ্যতা অনুযায়ী আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় এ সংবর্ধনা প্রদান করা হয়।তারমধ্যে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো:মোস্তাফিজুর রহমান বিশ্ব শান্তি দিবস পদক ২০১৭ সম্মানে ভূষিত হয়েছেন।যেটা অনেক বড় প্রাপ্তি একটা পুলিশ ইন্সপেক্টরের জন্য। পুরুস্কার প্রাপ্ত ওসি মোস্তাফিজ সম্পর্কে ধারনা নিতে প্রতিবেদক চলে যান সোজা সাতক্ষীরা থানার বকসির টেবিলে।সেখানে গিয়ে জানা যায়………
সাতক্ষীরা সদর থানায় অক্টোবর মাসে ৬৪ টি মামলা দায়ের করা হয়েছে।এর মধ্যে শুধু মাদকের মামলা ৩৫ টি,চোরাচালানী মামলা ৮টি,অপহরণ মামলা ১ টি,খুনের মামলা ৪টি,নাশকতা মামলা ৪টি ও অন্যান্য মামলা ১৭ টি দায়ের করা হয়েছে।সভায় বিভিন্ন অপরাধ সংক্রান্ত মামলা পর্যালোচনা করে দেখা যায় জেলার মধ্যে রেকর্ড ব্রেক পরিমান মাদক উদ্ধার,রেকর্ড ব্রক অস্ত্র উদ্ধার করে
জুলাই/১৮ থেকে চলতি মাস অথাৎ ২২ই নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত তার নেতৃত্বে সাতক্ষীরা থানা পুলিশ সর্বমোট ২৯৫টি মামলা দায়ের করেন পুলিশ ।তার মধ্যে জুলাই ১৭ তারিখ থেকে আগষ্ট পর্যন্ত মাত্র ১৩ দিনে তিনি ৩৫ টি মামলা দায়ের করান তার অধিনস্থ্য সাব-ইন্সপেক্টরগণের মাধ্যমে।যার ৩৫ টি মামলার মধ্যে ১৬টি মাদকের মামলা ছিল।

তথ্য অনুসন্ধানে আরো জানা গেছে সাতক্ষীরা থানায় আগষ্ট/১৮ মাসে ৮৫ টি মামলা,তারমধ্যে ৩৫ টি মাদক মামলা,১টি অস্ত্র আইনে মামলা,১টি হুন্ডির টাকার মামলা,নাশকতা মামলা ৪টি ও চুরি সহ অন্যান্য অপরাধে ১৭টি মামলা দায়ের করা হয়।

আগষ্টের পরে সেপ্টেম্বর মাসে সাতক্ষীরায় থানায় ৭৪ টি মামলা দায়ের করেছেন পুলিশ।এর মধ্যে ৪৩টি মামলা মাদকের,নাশকতা মামলা ৩টি,চুরি সহ অন্যান্য মামলা ২২টি,ও অস্ত্র আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।

অপর দিকে অক্টোবর মাসে ৬৪ টি মামলা দায়ের করেছে সাতক্ষীরা থানার পুলিশ।মামলা গুলোর মধ্যে মাদকের মামলা ২৯টি,অপহরণ মামলা ১টি,খুনের মামলা ৪টি,নাশকতার মামলা ৪টি ও চুরি সহ অন্যান্য মামলা ১৪টি দায়ের করা হয়েছে।

সর্বশেষ মাসে অথাৎ চলতি নভেম্বর মাসের ২১ তারিখ পর্যন্ত সাতক্ষীরা থানা পুলিশ ৩৭টি মামলা দায়ের করেছে।এর মধ্যে মাদক মামলা ১৯টি, অপহরণ মামলা ১টি,চুরি-ডাকাতি-নারী নির্যাতন ১৩টি ও ধর্ষন মামলা ১ টি।এছাড়া অক্টোবর মাসে জিডি মূলে ৩২৩ গ্রাম হেরোইন জব্দ করেন সাতক্ষীরা থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম।যার সবগুলোর ক্রেডিট অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের।

প্রাসংঙ্গত সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ জনাব মো: মোস্তাফিজুর রহমান মেহেরপুর গাংনি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের ছেলে।তিনি ইতি পূর্বে আশাশুনি থানার অফিসার ইনচার্জ হিসাবে আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় জুন মাসেও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি)হিসাবে চৌকশ পুলিশের সন্মাননা ক্রেস্ট পেয়েছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন